অনলাইন

খসড়া ভোটার তালিকা প্রকাশ

নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ৬:৪৩ অপরাহ্ন

ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায়  নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার যুক্ত হয়েছেন। রোবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

 তিনি বলেন, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন  ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং তৃতীয় লিঙ্গ হিসেবে আবেদন করেছেন ১৫ জন। কারও কোনও তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে, তা সংশোধনের জন্য ৩১শে জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

 নতুন ভোটার যুক্ত হওয়ার পর এখনও পর্যন্ত ইসির তালিকায় মোট ভোটার রয়েছে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status