খেলা

'নতুন' আজহারউদ্দিনের লক্ষ্য মার্সিডিজ, বাড়ি আর ২০২৩ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ৪:২৪ অপরাহ্ন

৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশে^র নজর কাড়েন মোহাম্মদ আজহারউদ্দিন। এবার ভারতীয় ক্রিকেটের নতুন আজহারউদ্দিন জানালেন তার লক্ষ্যের কথা। ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস সেটি জানিয়েছে। আজহার নিজের হাতে লিখে সেই লক্ষ্যগুলো স্থির করেছেন একটা কাগজে। কেরালার একটি টিভি চ্যানেলের বরাতে তারা সেই কাগজটির একটি ছবি দিয়েছে অনলাইন সংস্করণে। সেখানে দেখা যাচ্ছে, ২৬ বছর বয়সী ক্রিকেটার আজহারের নতুন পাঁচটি লক্ষ্য- ‘আইপিএল, এবারের রঞ্জি ট্রফিতে চারটি সেঞ্চুরি, নিজের বাড়ি, মার্সিডিজ গাড়ি আর ২০২৩ বিশ্বকাপে খেলা।’
বছর ছয়েক ধরেই ভারতের ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে সীমিত ওভারের  খেলায় তাকে সম্ভাবনাময় হিসেবে ধরা হয়। কিন্তু সাফল্য যেন কিছুতেই আসছিল না। ক’দিন আগে মুম্বইয়ের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে নিজের দিকে আলো টানেন ভারতের নতুন আজহারউদ্দিন।
ভারতীয় ক্রিকেটে ‘মোহাম্মদ আজহারউদ্দিন’ বড় নাম। ভারতের ক্যাপ মাথায় ক্যারিয়ারে ৯৯ টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। অন্যদিকে কেরালার শহরতলী কাসারাগড়ে জন্ম ও বেড়ে ওঠা ভারতের নতুন আজহারের। বড় ভাই কামারউদ্দিন সাবেক ভারতের লিজেন্ডারি ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিনের বড় ভক্ত। তিনি ছোট ভাই আজমলের নাম বদলে দেন। তার নাম রাখা হয় মোহাম্মদ আজহারউদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status