খেলা

জিতেছে করোনা জর্জর পিএসজি

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:৩৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগেই ছিটকে গিয়েছিলেন তিন ফুটবলার। ম্যাচের আগেরদিন কোভিড-১৯ এ আক্রান্ত হন কোচ মরিসিও পচেত্তিনো। নানা প্রতিকূলতার মাঝেও ফরাসি লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি। শনিবার রাতে অঁজেকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বিবর্ণ ছিল পিএসজির পারফরমেন্স। গোলখরা কাটাতে ব্যর্থ কিলিয়ান এমবাপ্পে। ৭০ মিনিটে পিএজসির জয়সূচক গোলটি করেন লেইভন কুরজওয়া। টানা ছয় লীগ ম্যাচে অপরাজিত পিএসজি। ১২ ম্যাচে কোন গোল হজম করেনি ফরাসি জায়ান্টরা। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে সবচেয়ে বেশি ‘ক্লীনশিট’ পিএসজির।

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এমবাপ্পের গোলখরা। টানা চার ম্যাচে গোলহীন ফরাসি স্ট্রাইকার। ম্যাচ শেষের ১০ মিনিট আগে এমবাপ্পেকে তুলে নেন পচেত্তিনোর পরিবর্তে ডাগআউটে দাঁড়ানো সহকারী কোচ জেসুস পেরেজ। ১৬ লীগ ম্যাচে ১২ গোল এমবাপ্পের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলমান মৌসুমে ১৪ গোল করেছেন সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। এমবাপ্পের গোল না পাওয়া নিয়ে জেসুস পেরেজ বলেন, ‘অঁজের বিপক্ষে জয়ে সহায়ক ভূমিকা পালন করেছে এমবাপ্পে। সে তার কাজটা ঠিকই করেছে। আমরা ম্যাচ চলাকালীন তার পজিশনে বদল এনেছিলাম। সে এই মুহূর্তে গোল পাচ্ছে না। আক্রমণভাগে সে কি করতে পারে তা সবারই জানা। দলের সাফল্যের জন্য সে সব সময় কঠোর পরিশ্রম করে।’

২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলা অলিম্পিক লিঁও ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status