বিশ্বজমিন

স্কটিশ লেবার দলনেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তানি বংশোদ্ভূত আনাস

মানবজমিন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:০৯ পূর্বাহ্ন

স্কটল্যান্ডে লেবার দলের নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত আনাস সারোয়ার। তিনি স্কটল্যান্ড পার্লামেন্টের গ্লাসগো থেকে নির্বাচিত একজন সদস্য। দলটির নেতা রিচার্ড লিওনার্ড গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এর ফলে দলের নেতা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে অনলাইন অবজার্ভার খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, শনিবার রাতে তিনি টুইট করে বলেছেন, স্কটল্যান্ডের জন্য প্রয়োজন এমন রাজনৈতিক নেতৃত্ব, যিনি জনগণকে একত্রিত করতে পারবেন। এমন নেতা প্রয়োজন যিনি স্কটিশ লেবার দলকে পুনর্গঠিত করতে পারেন এবং এর মধ্য দিয়ে স্কটল্যান্ডকেও পুনর্গঠিত করতে পারেন। তিনি এ বিষয়ে একটি কলাম লিখেছেন। এতে তিনি লিখেছেন, কয়েক বছর ধরে আমাদের জাতীয় রাজনীতি সম্পর্কে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের মতপার্থক্যকে জোরালো করে প্রকাশ করতে খুব বেশি সময় ব্যয় করেছি। কিন্তু আমাদেরকে যে একত্রিত হতে হবে এ বিষয়ে এতটা সময় ব্যয় করিনি আমরা। আমি মনে করি, করোনা ভাইরাস সংক্রমের আগে যে সমাজে বসবাস করতাম, সেই অবস্থায় সহসাই ফিরে যেতে পারবো না। সবকিছু এলোমেলো হয়ে আছে। আমরা আরো একবার স্বাধীনতার প্রশ্নে গণভোটের দিকে অব্যাহতভাবে দৃষ্টি রেখেছি। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। আনাস সারোয়ারের জন্ম ১৯৮৩ সালের ১৪ই মার্চ গ্লাসগোতে। তার মা পারভীন এবং পিতা মোহাম্মদ সারোয়ার। তারা দু’জনেই পাকিস্তানি মুসলিম। তাদের চার সন্তানের মধ্যে আনাস সারোয়ার সবার ছোট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status