শেষের পাতা

বসুরহাটে কাদের মির্জা জয়ী

স্টাফ রিপোর্টার, নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধ

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ৯:৪৩ অপরাহ্ন

বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা জয়ী হয়েছেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর তিনি বলেছেন, এ বিজয় জনতার বিজয়, এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, বিদ্রোহের বিজয়। আমি সেদিন বিজয়ের মালা পরব যেদিন আমার দেয়া প্রতিশ্রুতি পালন করতে পারব। ইভিএম ভোট গণনায় পর সন্ধ্যা ৬টায় বিপুল ভোটে বিজয়ী আবদুল কাদের মির্জা সাংবাদিকদের এ কথাগুলো বলেন। কাদের মির্জা বলেন, আগামী তিন মাসের মধ্যে যদি কোম্পানীগঞ্জে গ্যাস সরবরাহ লাইন বসানো না হয় এবং নাম পরিবর্তন করা না হয় তাহলে জাতীয় গ্রীড লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঘরে ঘরে চাকরি প্রসঙ্গে তিনি বলেন, অবিলম্বে কবিরহাট ও কোম্পানীগঞ্জের ৫শ’ করে অন্তত এক হাজার বেকার যুবককে চাকরি দিতে হবে। টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, মাদক ব্যবসাসহ অপরাজনীতি বন্ধ করতে হবে। ফেনী ও নোয়াখালী জেলায় হাওয়া ভবনের ব্যবসায়ী অংশীদার ১/১১ এর কুশীলবের ভাই সহ রাজাকার পরিবারের সদস্যদের কমিটি থেকে বের করে এ দুই জেলায় কমিটি পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বীর সেনানী মাহমুদুর রহমান বেলায়েত ও অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের নেতৃত্বে এবং ফেনীতে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও জয়নাল হাজারীর নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের আইনকে তোয়াক্কা না করে পুলিশ এমপিদের মদের আসর পাহারা দেয়া বন্ধ করতে হবে। বড় বড় মাদকের গডফাদার সে যেই হোক তাদের আইনের আওতায় আনতে হবে। ফেনীর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে গাড়ীসহ পুড়িয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করে বিচার করতে হবে। এ সকল দাবি পূরণের জন্য আমি সংগ্রাম অব্যাহত রাখব। আবদুল কাদের মির্জা বলেন, এ সকল দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে জানাতে চেষ্টা করবো। সর্বশেষ নির্বাচন কমিশন সূত্রে জানায়, বসুরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) ১০৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১৭৭৮ ভোট। জামায়াত সমর্থিত মাওলানা মোশারফ হোসেন (মোবাইল ফোন) পেয়েছেন ১৪৫১ ভোট।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status