খেলা

ফিরলেন সাকিব-তাসকিন

অধিনায়ক তামিমের প্রথম মিশনে তিন চমক

স্পোর্টস রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ৮:৫৭ অপরাহ্ন

২০২০, মার্চে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তামিম ইকবাল। অবশ্য এর আগেও তিনি ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ২০১৯-এ শ্রীলঙ্কায় তার নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল টাইগাররা। তবে দেশে ফিরেছে হোয়াইটওয়াশ হয়ে। আর আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পাওয়ার পর করোনা ভাইরনাসের থাবায় দেশের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম মিশন তামিমের। আগামী ২০শে জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ গড়াবে মিরপুর শেরেবাংলা মাঠে। সেই লক্ষ্যে নতুন মুখের তিন চমক রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল ১৮ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। বাংলাদেশ ওয়ানডে দলে প্রথমবার জায়গা পেয়েছেন তরুণ দুই পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ স্পিন আলরাউন্ডার শেখ মেহেদী হাসান।  গেল মার্চে শেষ ওয়ানডে সিরিজে নেতৃত্ব থেকে অবসর নেয়া মাশরাফি বিন মুর্তজা দল থেকে বাদ পড়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন তাদের ২০২৩ বিশ্বকাপ ভিশনে এটি তাদের পরিকল্পনার প্রথম ধাপ। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি মনে করি আমাদের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হলো এই সিরিজ থেকে। ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা আছে। এখন আমরা চিন্তা করছি সিরিজ বাই সিরিজ যাবো। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি প্রথমেই ঘরের মাঠে আমরা চাই ভালো ক্রিকেট খেলে সিরিজটা শুরু করতে।’ ৩ বছর পর তাসকিন আহমেদ ও ১৮ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল নির্বাচকরা। সেখান থেকে ইনজুরির কারণে আগেই ছিটকে পড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ ও আল আমিন হোসেন। দেশের হয়ে মার্চে শেষ ওয়ানডে দলে থাকা পেসার শফিউল ইমলাম এবার দলে জায়গা পাননি। মূলত এবারের দল সাজানো হয়েছে ২০২৩ ওয়ানডে বিশকাপকে সামনে রেখে। যে কারণে দলে প্রতিভাবান তরুণ আর  নতুনদের প্রতি আস্থা রেখেছেন নির্বাচকরা। এছাড়াও ঘরের মাটিতে বড় ওয়ানডে দল দেয়ার ব্যাখ্যায় মিনহাজুল আবেদিন বলেন, ‘১৮ জনের স্কোয়াড, কোভিড পরিস্থিতি মাথায় রেখেই আমরা স্কোয়াডটা বড় করেছি। দরকার আছে কারণ কে কখন অসুস্থ হয়, আসলে এ চিন্তা করেই স্কোয়াডটা বড় করেছি।’ জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা লক্ষীপুরের ২১ বছর বয়সী পেসার হাসান মাহমুদ ওয়ানডে দলে অন্যতম চমক। মূলত তার জয়গা পাওয়ার কারণ দুই দিকে সুইং, ১৪০ এর উপর গতি ও স্লোয়ার ডেলিভারি। সিরিজ সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে এই তরুণ পেসারের শিকার ৪ উইকেট। এছাড়াও গতকাল বিকেএসপিতে শেষ প্রস্তুতি ম্যাচে এক উইকেট পান হাসান। দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের  পেস আক্রমণের বড় ভরসা শরিফুল ইসলাম। এরই মধ্যে টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করা  শেখ মেহেদির সামনে এবার ওয়ানডে অভিষেকের হাতছানি।  ২৬ বছর বয়সী এই অফ স্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭০ ম্যাচে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে করেছেন ৯৮৭ রান। অফ স্পিনে ৩৩ গড়ে নিয়েছেন ৬৫ উইকেট। নতুন তিন তরুণকে দলে নেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা তিনজন আনক্যাপড দিয়েছি, এটা পরিকল্পনার অংশ। এ সিরিজ থেকেই আমরা শুরু করছি। ওদের তৈরি করা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে রেখে কাজ করানোর জন্যই এই তিনজন আনক্যাপড রাখা হয়েছে। । নতুন প্লেয়ারদের জন্য এই প্ল্যাটফর্ম একটা বিরাট ব্যাপার। এ জায়গায় প্রতিষ্ঠিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওরা দলের সিনিয়রদের থেকে অভিজ্ঞতা নিয়ে দলে যথেষ্ট অবদান রাখতে পারবে বলে আশা করছি।’ ২০১৭  তে জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন তাসকিন আহমেদ। এরপর ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েন। শুধু তাই নয়, একের পর এক ইনজুরিও তাকে রেখেছিল দলের বাইরে। এমনকি এবার ক্যাম্পে চোট পেয়ে আঙুলে লেগেছে তিন সেলাই। এছাড়া ২০১৯ এ আইসিসি এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল সাকিব অল হাসানকে। তার আগে তিনি সেই বছরই দেশের হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন। বিশ্বসেরা অলরাউন্ডার দলে ফেরায় স্বস্তিতে প্রধান নির্বাচকও। তিনি বলেন, ‘অবশ্যই নাম্বার ওয়ান অলরাউন্ডার দলের সঙ্গে। এই অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করতে পারবে এবং টিমের জন্য এটি বুস্ট আপ। আমরা মনে করি ও নিজেও একদম রিফ্রেশ হয়ে শুরু করছে। ওর কাছে আমরা অনেক অনেক বেটার পারফরম্যান্স আশা করি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status