খেলা

ফাইনালে আজ খেলবেন মেসি

শিরোপা খরা কাটবে কি বার্সার!

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

গত মৌসুমটা শিরোপা ছাড়াই কেটেছে বার্সেলোনার। ছয় বছর পর এমন অভিজ্ঞতা হয় কাতালানদের। শিরোপা খরা কাটানোর উপলক্ষটা চলতি মৌসুমের মাঝামাঝিতে পৌঁছানোর আগেই পেয়ে যাচ্ছে রোনাল্ড কোম্যানের দল। আজ বাংলাদেশ সময় রাত ২টায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামবে বার্সেলোনা। ইনজুরির কারণে লিওনেল মেসির ফাইনালে খেলা নিয়ে সংশয় ছিল । আর্জেন্টাইন সুপারস্টার শেষবার ইনজুরির কারণে ফাইনাল মিস করেন ২০০৬ সালে। সেবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশিওনালের বিপক্ষে বার্সেলোনা হেরেছিল ১-০ গোলে। এর আগে ২০০৫-০৬ মৌসুমে স্প্যাানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লীগ ফাইনালে ইনজুরির কারণে খেলা হয়নি মেসির। সমর্থকরা শঙ্কায় ছিলেন বিলবাওয়ের বিপক্ষে সুপার কাপের ফাইনালে মেসির মাঠে নামা নিয়ে। ফাইনালের জন্য ঘোষিত ২৯ সদস্যের দলে রয়েছে মেসির নাম। বার্সেলোনার জার্সিতে ২৭ ফাইনাল খেলে ২১ বারই জয় দেখেছেন মেসি। ফাইনালে মেসি গোল করেছেন ২৯টি।
স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৩বারের শিরোপাজয়ী বার্সেলোনা। সর্বশেষ ২০১৮ সালে শিরোপা জেতা বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও সুপার কাপ জিতেছে দুইবার। সর্বশেষবার তারা চ্যাম্পিয়ন হয় ২০১৫ সালে। সেবার দুই লেগের ফাইনালে বার্সেলোনাকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল বিলবাও। গত মৌসুম থেকে হওয়া এক লেগের ফাইনালটা তাই প্রতিশোধেরও মঞ্চ। সুপার কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে বার্সা-বিলবাও। তিনবারই শিরোপা উৎসব করেছে বার্সেলোনা। আজকের ফাইনালে বিলবাও এসেছে সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে। অনেকটা চমক দিয়ে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় দুইবারের চ্যাম্পিয়ন বিলবাও। সব প্রতিযোগিতা মিলিয়ে বিলবাওয়ের বিপক্ষে ৫৭ ম্যাচে ৩৭ জয় বার্সেলোনার। ড্র ৮ ম্যাচে। বিলবাওয়ের জয় ১২টি। দু’দলের সর্বশেষ দেখায় গত ৭ই জানুয়ারি লা লিগায় বিলবাওকে তাদের মাঠে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। ওই ম্যাচে জোড়া গোল করেন মেসি। সুপার কাপের ফাইনালে নামার আগে দারুণ ছন্দে রয়েছে কাতালানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত বার্সা (জয় ৭)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status