অনলাইন

নবীগঞ্জে বিএনপির প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

২০২১-০১-১৬

নবীগঞ্জে পৌরসভায় দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। মাত্র ১৬৭  ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন। শুক্রবার মধ্য রাতের সংঘাত ছাড়া নিñিদ্র নিরাপত্তা বলয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী ১০ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৮১৪ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫৬২১। ১৬৭ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। ওদিকে, এ রিপোর্ট লিখার সময় উভয় প্রার্থীর সমর্থকরা নিজেদের বিজয়ী দাবি করে বিক্ষোভ মিছিল করে। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কবস্থায় রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status