বাংলারজমিন

ওসমানীনগরের ৮ ইউপি নির্বাচন

আগাম প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

জয়নাল অবেদীন, ওসমানীনগর (সিলেট) থেকে

১৬ জানুয়ারি ২০২১, শনিবার, ৮:১৯ অপরাহ্ন

তফসিল ঘোষণার আগেই সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা আগাম প্রচার-প্রচারণা  শুরু করেছেন। ফলে ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের  হাট বাজারসহ গ্রামগঞ্জে  প্রার্থীদের  পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।  এদিকে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করছেন। ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু করেছেন নানা হিসাব-নিকাশ। সব মিলিয়ে হাটবাজার থেকে শুরু করে হোটেল, অফিসসহ চায়ের দোকান সর্বত্রই শুরু হয়েছে নির্বাচনী আলাপ আলোচনা। ইতিমধ্যে নেতাদের সাথে দলীয় মনোনয়ন লাভের আশায় সংযোগ রক্ষা করে চলেছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে দলীয় প্রতীক হওয়ায় সকল প্রার্থীই দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে আগ্রহী। আর সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে দলীয় প্রতীক ছাড়া কয়েকটি ইউনিয়নে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী বলে জানা গেছে। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে প্রত্যাশীরা হলেন- গোয়ালাবাজার ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, আব্দুল কুদ্দুছ শেখ, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ শাহনুরুর রহমান শাহনুর, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ। উমর ইউনিয়ন: উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুকিদ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জিলু মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, বিএনপি নেতা এইচএম রায়হান আহমদ, উপজেলা বিএনপি নেতা রায়হান আহমদ উপজেলা যুবদল নেতা আহবাবুল হোসাইন আহবাব, প্রবাসী সুহেল রানা, আব্দুল হাকিম। তাজপুর ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা এমরান রাব্বনী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাবেক ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমদ সুমন ভিপি, উপজেলা বিএনপি নেতা এনাম পীর, বিএনপি নেতা সাইস্তা মিয়া। বুরুঙ্গা ইউনিয়ন: আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান খালেক আহমদ লটই, যুক্তরাজ্য যুবলীগ নেতা আখলাকুর রহমান আখলাক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সুরমান হোসেন বিএনপি নেতা মোজাহিদ আলী স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ। উসমানপুর ইউনিয়ন: আাওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, আওয়ামী লীগ নেতা ওয়ালী উল্লাহ বদরুল, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনহার মিয়া, বিএনপি নেতা আব্দুল্লাহ মিসবাহ বিএনপি নেতা  সৈয়দ এনায়েত হোসেন। দয়ামীর ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যন বিএনপি নেতা এসটিএম তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রুপ আব্দুল, আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ শাহিন, হিরন মিয়া, ফারুক মিয়া, সেবুল আহমদ। পশ্চিম পৈলন পুর: বর্তমান চেয়ারম্যান আব্দুল হাফিজ এম এ মতিন গেদাই, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, বর্তমান ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা অব্দুল বশির, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী মো. মজনু মিয়া। সাদিপুর ইউনিয়ন: চেয়ারম্যান হাজী আব্দুর রবের মৃত্যুতে এ ইউনিয়নে গত ২০শে অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ নির্বাচিত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status