বাংলারজমিন

রূপগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

১৬ জানুয়ারি ২০২১, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন

 সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে  এবং  আগামী ইউপি নির্বাচনকে দলের সম্ভাব্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, কার্যকরী সদস্য করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট যতীন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা জামান মিয়া, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার প্রমুখ। এসময় রফিকুল ইসলাম বলেন, তৃণমূল আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে কেন্দ্রীয় আওয়ামী লীগ শক্তিশালী হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। হরতাল নৈরাজ্য নেই বলে ব্যবসা বাণিজ্যর সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে। আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ করেছে। তাই বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সকল নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার আহবান জানান রফিকুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status