খেলা

উইন্ডিজ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৯:৩৭ অপরাহ্ন

৯ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে  টাইগাররা। ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। যার দু’টি ঘরের মাঠে এবং একটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আগামী ২০শে জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে টানা চতুর্থ সিরিজ জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। এই সিরিজ নিয়ে আশাবাদী মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে প্রস্তুতি ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে আল্‌হামদুলিল্লাহ্‌। আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে। আমি মনে করি আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো। আমি আশাবাদী যে আমরা সিরিজ জিতবো ইনশাআল্লাহ।’ গতকাল বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছেন সাকিব-মাহমুদুল্লাহরা। আগামীকাল আরো একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন তারা। প্রথম প্রস্তুতি ম্যাচে ছিল পেসারদের দাপট। বিকেএসপিতে দিনের শুরুতে পেসাররা সুবিধা পেলেও পরের দিকে ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। ৪০ ওভারের ম্যাচটিতে ফিফটি হাঁকান মাহমুদুল্লাহ। নাঈম শেখ করেন ৪৩ রান। ব্যাটে-বলে ভালোই প্রস্তুতি হয়েছে বলে মনে করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমার একটা ভালো সময় কেটেছে আল্‌হামদুলিল্লাহ্‌। তবে এই ম্যাচে বোলারদের দিন ছিল। দুই দলের বোলাররাই ভালো করেছে। শুরুর দিকে উইকেটে সম্ভবত কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য কিছুটা সহজ ছিল উইকেট। সবমিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে।’
ব্যক্তিগত ৯ রানে রানআউটে কাটা পড়ে সাকিব আল হাসানের উইকেট। মাহমুদুল্লাহ বলেন, ‘ সাকিবের রান আউটটা দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। ননস্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের গায়ে লেগে বলটা বোলারের কাছে চলে গেছে। নরমালি এটা সহজ রান হয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status