বাংলারজমিন

নবীগঞ্জে সাবেক এমপিসহ ১৬ বিএনপি নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৮:৪৯ অপরাহ্ন

নবীগঞ্জে গত বছরের ১৬ই জানুয়ারি আওয়ামী লীগের সভায় পেট্রোল বোমা হামলার অভিযোগে সাবেক এমপি আলহাজ শেখ সুজাত, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াসিনী, উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী অলিউর রহমানসহ ১৬ আসামির ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চের বিজ্ঞ বিচারক বিচারপতি এসএম জাকির হোসেন এবং কেএম জাহিদ সারওয়ার ১৬ আসামির আগাম জামিন মঞ্জুর করেন। গত ১০ই জানুয়ারি রাতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পৌর আওয়ামী লীগ আয়োজিত সভায় পেট্রোল বোমা হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল তালুকদার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এনিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও বিএনপি। হাইকোর্টে জামিন শুনানি করেন এডভোকেট রুহুল কুদ্দুস কাজল ও এডভোকেট আমিনুল ইসলাম। বিএনপি সূত্র জানায়, ১৬ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ওই মামলা দায়ের করা হয়। অনেক নাটকীয়তা শেষে মামলা থেকে দলের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরীর নাম প্রত্যাহার করা হয়। দায়ের কৃত মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের শুনানি শেষে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করেন। আগামী সোমবার জজকোর্ট তার জামিন শুনানি হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status