বাংলারজমিন

ওসমানীনগরে অন্তঃস্বত্তা গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৮:২৫ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগরে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের অমানসিক নির্যাতনে সুচন্দা রানী দেবনাথ (২৬) নামের ১০ মাসের অন্তঃস্বত্তা গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ সুচন্দা উপজেলার দয়ামীর ইউপি’র নিজ কুরুয়া গ্রামের রাজ কুমার দেবনাথের ছেলে বিধান দেবনাথের স্ত্রী। এ ঘটনায় গৃহবধূর ভাই দোল গোবিন্দ নাথ বাদী হয়ে নিহতের স্বামী, শ্বাশুড়ি, ভাসুর, ননদ সহ ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিলেট মেট্রোপলিটনের শাহপরান (রহ.) থানায় গত মঙ্গলবার মামলা দায়ের করেন। মঙ্গলবার ওসমানীনগর থানা পুলিশ নিহত গৃহবধূ সুচন্দার লাশ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত গৃহবধূর ভাই দোল গোবিন্দ নাথ অভিযোগ করেন, উপজেলার দয়ামীর ইউপি’র নিজ কুরুয়া গ্রামের রাজকুমার দেবনাথের ছেলে বিধান দেবনাথের সঙ্গে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপি’র গাজীপুর গ্রামের দিগেন্দ্র চন্দ্র নাথের মেয়ে সুচন্দা দেবনাথের বিয়ে হয় গত বছরের ১৩ই মার্চ। বিয়ের সময় বরকে স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ, টিভি, বিভিন্ন প্রকার আসবাবপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল উপঢৌকন হিসেবে প্রদান করা হয়। বিয়ের পর কিছুদিন ভালোভাবে সংসার চললেও এক সময় নিহত সুচন্দার শ্বাশুড়ি রাজকুমার দেবনাথের স্ত্রী স্বর্ণা রানী নাথ, ননদ সিপ্রা রানী নাথ, রতœা রানী নাথ, ভাসুর বিকাশ দেবনাথ, ননদের স্বামী মিন্টু দেবনাথের যোগসাজশে নিহতের স্বামী বিধান দেবনাথ দুই লাখ টাকা যৌতুক দাবি করে। সুচন্দার পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে গৃহবধূর স্বামীর পরিবার সুচন্দার উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালায়। এরই মধ্যে সুচন্দা ১০ মাসের গর্ভবতী হয়ে পড়ে, গত ২রা জানুয়ারি সন্তান প্রসবের সময় দিয়েছিল চিকিৎসক। সুচন্দার গর্ভে কন্যা সন্তান আসায় যৌতুকের রেশ আর কন্যা সন্তানের কারণে তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। একাধিকবার সুচন্দা তার বাবার বাড়ির লোকজদের জানায়। যৌতুকলোভী আমার বোনের পরিবার চক্রান্ত করে গত ১০ হতে ১১ই জানুয়ারি বিকাল তিনটা পর্যন্ত ডেলিভারি করার মিথ্যে অজুহাতে সুচন্দার ননদ রত্না রানীর স্বামীর মিন্টু চন্দ্র নাথের শাহপরানের বটেশ্বর দেইল পাড়াস্থ বাসায় রাখা হয় সুচন্দাকে। সেখানে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করিয়ে এবং বিষাক্ত ইনজেশন দিয়ে আমার বোন সুচন্দা ও তার গর্ভের সন্তানকে হত্যা করা হয়। ১১ই জানুয়ারি রাত সাড়ে তিনটার দিকে সুচন্দার ভাসুর ফোনে খবর দেয় আমার বোন মারা গেছে। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, আমরা নিহত গৃহবধূর লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। শাহপরান থানা পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করিয়েছে। শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিভিন্ন এভিডেন্স সংগ্রহের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্টসহ প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status