অনলাইন

সূচকের উল্লম্ফনে চলছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার

১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১২:১৪ অপরাহ্ন

আগের দিনের বড় পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকেই সূচকের উর্ধমুখী ধারায় চলছে লেনদেন।

শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণে বড় ধরনের তারতম্য ঘটলে বিষয়টি তদন্ত করে দেখার জন্য মঙ্গলবার যে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল তা স্থগিত করা হয়েছে। এর প্রভাবে আজ বাজার শুরু থেকেই তেজী হয়ে উঠতে থাকে।

আজ বেলা পৌনে ১১টা নাগাদ ৩৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বাড়ে ২৫০ টির। কমে ৩৮টির। আর অপরিবর্তিত থাকে ৫৫টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৩০.৬০ পয়েন্ট। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৭৪ কোটি ৫৫ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম আধা ঘণ্টার লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩০ পয়েন্ট।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status