ভারত

রাজনীতিতে পরিবারতন্ত্র উচ্ছেদ করতে যুবকদের ডাক দিলেন মোদি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২১-০১-১৪

গনত্রন্ত্রের সব থেকে বড় শত্রু পরিবারতন্ত্র। আর রাজনীতিতে জড়িয়ে পড়েছে পরিবারতান্ত্রিকতা। এই ব্যবস্থা উচ্ছেদ করতে পারে তরুণরাই। স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব সংসদে দেশের যুবশক্তির কাছে এই আহ্বান পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন চারটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকের বিরুদ্ধে পরিবারতন্ত্র বিজেপির একটি বড় হাতিয়ার। নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন, একটা সময় ছিল যখন রাজনীতি ছিল ব্রাত্য। কেউ রাজনীতিতে আসতে চাইতো না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তরুণ সম্প্রদায় যেন আরও বেশি করে রাজনীতিতে আসে কারণ, তারাই পারে এই পরিবারতন্ত্রকে উৎখাত করতে। কংগ্রেসের নেহেরু-গান্ধী পরিবার সম্পর্কে বিজেপির ক্রোধ দীর্ঘদিনের। পশ্চিম বাংলায় মমতা বন্দোপাধ্যায় এর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় এর উত্থান এই পরিবারতন্ত্রের ফসল বলেই বিজেপি মনে করে। তামিলনাড়ুতেও করুণানিধির সন্তানদের রাজনীতির বিভিন্ন শাখায় আনাগোনাকে বিজেপি পরিবারতান্ত্রিকতা বলেই প্রচার চালিয়ে থাকে। এর প্রেক্ষিতে মোদির এই ভাষণ যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status