মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন (৪ দিন আগে) জানুয়ারি ১৩, ২০২১, বুধবার, ১০:৪৩ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ২:১৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো তিনিই একমাত্র প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে দ্বিতীয়বার অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। ক্যাপিটল হিলে তার উস্কানিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ভয়াবহ সহিংসতার জবাবে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ প্রস্তাব নিয়ে এখন প্রতিনিধি পরিষদে বিতর্ক চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, অভিশংসন প্রস্তাবের ওপর ভোট প্রক্রিয়ার প্রথম প্রসিডিউর সম্পন্ন হয়েছে। দিনের আরো পরে এ প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার ক্ষমতা বুঝে নেয়ার প্রস্তুতি সম্পন্ন করছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সামান্থা পাওয়ারকে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সাহায্য সংস্থার নেতৃত্বে।
এই সংস্থার নাম ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড। এর কাজ বিদেশিদের কাছে সাহায্য বিতরণ করা। এখানে উল্লেখ্য, সামান্থা পাওয়ার এর আগে যুদ্ধ বিষয়ক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতিসংঘের দূত হওয়ার আগে জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।