খেলা

ক্যারিবীয়রা অনুশীলনে নামছে আজ

স্পোর্টস রিপোর্টার

১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৮:৫৮ অপরাহ্ন

করোনা মহামারির প্রভাব দারুণভাবেই পড়েছে ক্রিকেটে। বিশেষ করে ক্রিকেটারদের জীবনযাত্রাই বদলে গেছে।  জৈব সুরক্ষা বলয় বা বায়ো বাবলের কারণে হোটেল থেকে মাঠ এটাই তাদের সীমানা। আগের মতো শপিংয়ে যাওয়া, কিংবা নামিদামি রেস্তোরাঁয় দল বেঁধে খেতে যাওয়াও বন্ধ। এমনকি বাইরে থেকে আনা খাবার খাওয়ারও সুযোগ নেই। প্রতিটি দেশে সফরে গিয়ে থাকতে হচ্ছে কঠিন কোয়ারেন্টিনে। একেবারেই হোটেলের কক্ষবন্দি। বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও একই অবস্থা। ১০ই জানুয়ারি ঢাকায় পা রেখে তারা উঠেছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। গতকাল পর্যন্ত উইন্ডিজ দলের ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কেউই হোটেল কক্ষ থেকে বের হতে পারেননি। এরই মধ্যে তাদের দুই দফা দিতে হয়েছে করোনা পরীক্ষা। সফররত উইন্ডিজ দলের লিয়াজোঁ ম্যানেজার লাবলু রহমান এমন তথ্য দিয়েছে দৈনিক মানবজমিনকে। তিনি বলেন, ‘ঢাকা এসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ও ওদের দলের সঙ্গে আসা সকলেই হোটেল কক্ষে থেকেছে। কোনোভাবে সেখান থেকে বের হওয়ার সুযোগ দেয়া হয়নি। এমনকি হোটেলে জিম, ডাইনিংয়ে খাওয়া কোনটি করতে পারেননি। প্রত্যেক ক্রিকেটারকে রাখা হয়েছে আলাদা আলাদা রুমে। খাবার পৌঁছে দেয়া হয়েছে তাদের কক্ষে। কোন ধরনের খাবার বাইরে থেকে আনার সুযোগ নেই। হোটেলে খাওয়ার ব্যবস্থা তা-ই তাদের খেতে হবে। অবশ্য এত কঠোর কোয়ারিন্টেনের একটি কারণ তারা করোনা মহামারির বিপদজনক স্থান যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর হয়ে ঢাকা এসেছে। করোনা মাহামারি ভয়াবহ ভাবে ছড়িয়েছে যুক্তরাজ্যে। বিশেষ করে নতুন ধরনের কোভিড ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাজ্য। যে কারণে সেখান থেকে আসা যে কোন দেশের নাগরিকের জন্য বাংলাদেশ সরকার ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে। তবে ক্রিকেট ফেরাতে বাংলাদেশ সরকারের কাছ থেকে বিসিবি বিশেষ  অনুমতি নিয়েছে বিদেশিদের জন্য। সেই হিসেবে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে দুটি কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে ছাড়পত্র নিয়ে মাঠে নামতে পারবে ক্যারিবীয়রা। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজই  (বৃহস্পতিবার) তাদের মাঠে নামার কথা ছিল।। তবে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন তারা বুধবারের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হলে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে। আর গতকাল দলটির বাংলাদেশি লিয়াজো ম্যানেজার জানিয়েছেন তারা আজই পূর্বের সূচি অনুসারে মাঠে অনুশীলন শুরু করবে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার আমাকে জানিয়েছেন আজই তারা পূর্বের সূচি অনুসারে মাঠে অনুশীলন শুরু করবে। আমরা সেই হিসেবে মিরপুর মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়েছি।’ ১০ই জানুয়ারি থেকে টাইগাররা মিরপুর শেরেবাংলার মূল মাঠ ও ইনডোরে অনুশীলন করছে। তবে ক্যারিবীয়দের জন্য অনুশীলনের স্থান মিরপুরের একাডেমির মাঠ। এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার বলেন, ‘দুই দলের জন্য আলাদা আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দল অনুশীলন করবে একাডেমির মাঠে। তাদের জন্য সেটি সম্পূর্ণ রূপে প্রস্তুত। কাল (আজ) থেকেই তাদের এখানে অনুশীলন শুরু করার কথা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status