বাংলারজমিন

মেঘনায় পুলিশ সুপারের নির্দেশে নৌপথে চাঁদাবাজি নিরসনে অভিযান

মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা

১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৮:৫২ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা ও কাঠালিয়া নদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হোমনা-মেঘনা সার্কেল অফিসার ফজলুল করিম ও মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ। এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, আমাদের নবাগত পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম বার সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। আমরা তারই অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। আমরা নদীপথে কোনো কোনো স্পটে এ ধরনের কর্মকাণ্ড হয় সরজমিনে তা নিশ্চিত করেছি। আগামী দিনে আমাদের মতো করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাবো এবং এ ধরনের কর্মকাণ্ড যেনো না ঘটে সে ব্যবস্থা নেবো। এ সময় উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, লুটেরচর ইউনিয়ন চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার ও রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন এবং মেঘনা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status