বিশ্বজমিন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ইইউয়ের তিরস্কার!

মানবজমিন ডেস্ক

১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ৩:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাত করতে রাজি নন ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা। এমনকি লুক্সেমবার্গের সরকারের কর্মকর্তারাও তাকে সাক্ষাত দিতে রাজি হননি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মাইক পম্পেওর ইউরোপে শেষ সফরে আসার কথা ছিল মঙ্গলবার। এ সময়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ অ্যাসেলবর্নের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্মফলের কারণে এক সময়ে তাদেরকে নিয়ে যারা সামনের সারিতে থাকতেন, সেইসব নেতা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর চেয়ে বিব্রতকর, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে! বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাক্ষাত দিতে ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা অনীহা প্রকাশ করেছেন। পম্পেরওর সঙ্গে সাক্ষাত করতে বিব্রতবোধ করেছেন জ্যাঁ অ্যাসেলবর্ন। তিনি এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ক্রিমিনাল’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে ‘রাজনৈতিক মানসিক রোগী’ বলে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে আরো বলা হয়, লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তারা মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাত করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে জানেন ইউরোপিয়ান কূটনীতিক ও অন্যরা এসব তথ্য দিয়েছেন। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নারকীয় তা-বলীলা চালানোর কয়েকদিন পরে ওয়াশিংটনের প্রতি এমন ব্যতিক্রমী তিরস্কার জানাল ইউরোপ।
ন্যাটোর একটি সম্পদশালী ক্ষুদ্র অংশীদার লুক্সেমবার্গ। ইইউ নেতা ও এর শীর্ষ কূটনীতিতের সঙ্গে ব্রাসেলসে সাক্ষাতের আগে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী অ্যাসেলবর্নের সঙ্গে সাক্ষাত করার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর। এ জন্য তিনি মঙ্গলবার লুক্সেমবার্গের পথে পা বাড়াবেন এমন সময় জানিয়ে দেয়া হয় তার সঙ্গে সাক্ষাত করতে অনিচ্ছা প্রকাশ করেছেন কর্মকর্তারা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসবই হচ্ছে গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটল হিলে হামলা। লুক্সেমবার্গের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয় তারা পূর্ব নির্ধারিত শিডিউল বাতিল করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। অন্যদিকে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইইউ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status