বাংলারজমিন
ভাঙ্গুড়ায় কাউন্সিলর প্রার্থী দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
২০২১-০১-১৩
পাবনার ভাঙ্গুড়ায় পৌরসভা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক বিশু ও সাবেক কাউন্সিলর আসাদুল ইসলামের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে সাবেক কাউন্সিলর আসাদুল ইসলামের তিন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে ভাঙ্গুড়া থানায় অভিযোগ করেছেন আসাদুল ইসলাম।
সাবেক কাউন্সিলর আসাদুল ইসলাম অভিযোগ করেন, ‘মাজাম্মেল হক বিশু প্রভাব খাটিয়ে তার প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। এছাড়া তার নিজ এলাকায় আমার পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক বিশু বলেন, কোনো প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার ছেঁড়া কিংবা প্রচারণায় বাধা দেওয়া হয়নি।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, গভীর রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই এলাকা সহ সকল নির্বাচনী এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সব সময় নজর রাখছে।
সাবেক কাউন্সিলর আসাদুল ইসলাম অভিযোগ করেন, ‘মাজাম্মেল হক বিশু প্রভাব খাটিয়ে তার প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। এছাড়া তার নিজ এলাকায় আমার পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক বিশু বলেন, কোনো প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার ছেঁড়া কিংবা প্রচারণায় বাধা দেওয়া হয়নি।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, গভীর রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই এলাকা সহ সকল নির্বাচনী এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সব সময় নজর রাখছে।