জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
কলকাতা কথকতা (১ মাস আগে) জানুয়ারি ১২, ২০২১, মঙ্গলবার, ৯:২২ অপরাহ্ন
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উঠে এলেন মমতা বন্দোপাধ্যায় ও দিলীপ ঘোষের ভোট প্রচারে। মমতা বললেন, বিজেপির অবস্থা হবে ট্রাম্পের মতো। ভোটে না জিতেও বলবে, হাম জিতা হায়, হাম জিতা হায়। পাল্টা বলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদি ভোটে হেরেও নবান্ন ছাড়তে চাইবেন না। ট্রাম্পের মতো গোঁ ধরে নবান্নে বসে থাকবেন। আর তৃণমূলীরা ক্যাপিটাল হিলসে ট্রাম্পের সমর্থকরা যে ধরণের বিশৃঙ্খলা করেছে, তাই করবে। ট্রাম্পের ঘটনার পুনরাবৃত্তি হবে বাংলায়।
তিনি মমতা বন্দোপাধ্যায়কে ট্রাম্পের মতো অগণতন্ত্রী একনায়ক হিসেবে চিহ্নিত করেন। বলেন, মমতা দিদিই তৃণমূলের আইন এবং সংবিধান। অনেকটা ডনাল্ড ট্রাম্পের পার্টির মতো।