বাংলারজমিন
দিনাজপুরে দুর্বৃত্তের হামলায় কাউন্সিল প্রার্থী আহত
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে
২০২১-০১-১২
দিনাজপুর পৌরসভার কাউন্সিল প্রার্থী ও শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এসময় তার সাথে থাকা মুন্না (৩০) নামে আরও এক যুবলীগ কর্মী আহত হন। সোমবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর শহরের কসবা মাদ্রাসা এলাকায় এঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর রহমান জানান, প্রতিপক্ষের হামলার শিকার হয়ে রমজান চিকিৎসাধীন আছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর রহমান জানান, প্রতিপক্ষের হামলার শিকার হয়ে রমজান চিকিৎসাধীন আছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।