অনলাইন

করোনা ভাইরাসে মারা গেছেন রিচার্ড ব্রানসনের মা ইভ ব্র্যানসন

সাঈদ চৌধুরী

১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

বিশ্ববিখ্যাত ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনের মা ইভ ব্র্যানসন করোনা ভাইরাসে মারা গেছেন। ৯৬ বছর বয়সী মায়ের মৃত্যুর খবর গতকাল সোমবার তার টুইটে প্রকাশ করেছেন রিচার্ড ব্রানসন। আগুনের হাত থেকে বাঁচার এক দশক পর কোভিডে মারা গেছেন তিনি। অসুস্থ হওয়ার তিন সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের সঙ্গে মরণ যুদ্ধে হেরে গেছেন। ইভ তিন সন্তান, ১১ নাতি ও ১০ নাতি-নাতি রেখে গেছেন।

রিচার্ড টুইটারে তার ১২.৫ মিলিয়ন ভক্তদের কাছে নিজের মায়ের মৃত্যু সংবাদটি জানান দেন। ৭০ বছর বয়সী এই বিশ্ব বিখ্যাত উদ্যোক্তা মায়ের আনন্দঘন জীবন সম্পর্কে বর্ণনা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি টুইটে বলেন, আমি এটি সকলের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য দুঃখিত, কোভিডের এই ভয়াবহ দিনগুলিতে  অনেকের বাবা-মায়ের মতো আমার মা মারা গেছেন।

বৃটিশ ব্যবসায়ী স্যার রিচার্ড ব্রানসনের মা ইভ, যিনি তাকে প্রথম ১০০ পাউন্ড দিয়েছিলেন। যেটা তাকে বিলিয়ন পাউন্ডের ভাগ্যে পরিণত করেছিল। রিচার্ড বলেন, মা লন্ডনে এসে নেকলেস বিক্রি করে আমাকে সহায়তা দিয়েছিলেন। এই ১০০ পাউন্ড না থাকলে আমি কখনই ভার্জিন শুরু করতে পারতাম না।

রিচার্ড তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ইভ জীবনে অনেক দুর্দান্ত জিনিস অর্জন করেছিলেন এবং তিনি নির্ভীক ছিলেন। তিনি তার ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে সকল কৃতিত্বের অধিকারী। রিচার্ড  বলেন, ২০১১ সালে বাবাকে হারিয়ে খুব দুঃখ পেয়েছিলাম, তবে মা দু’হাত দিয়ে জীবন দখল করে নিয়ে ছিলেন এবং এগিয়ে যাওয়ার মতো করে গড়ে তুলেছিলেন।

২০১১ সালের আগস্টে টাইটানিক অভিনেত্রী কেট উইনসলেট রিচার্ডের ১৪ শয্যা বিশিষ্ট একটি বাড়ির আগুন থেকে ইভ ব্র্যানসনকে উদ্ধার করেছিলেন। সেদিন ভোর ৪ টা ৪০ মিনিটে আগুন লাগলে তখন গ্রেট হাউসে থাকা ২০ জন অতিথির মধ্যে কেট এবং তার মামী ছিলেন। ইভ ও কেট তখন সংবাদ শিরোনাম হন। রিচার্ড স্মরণ রেখেছিলেন, কীভাবে কেট তার মায়ের পায়ে ঝাঁপিয়ে পড়ে সুরক্ষার জন্য কয়েক ধাপ নিচে নিয়ে গিয়েছিলেন।

উল্লেখ্য, বৃটিশ মিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন তার কোম্পানি ‘ভার্জিন’ এর অধীনে ভার্জিন এয়ারলাইন্সসহ ৪৫০টি কোম্পানি পরিচালনা করেন। এই ব্যবসায়ীর মোট আয় ৫ বিলিয়ন পাউন্ড। নিজের সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ, কোনো কিছু শেখার আর কোনো কিছুর প্রতি লেগে থাকার আগ্রহ তাকে করে তোলে পৃথিবীর সেরা উদ্যোক্তাদের অন্যতম। ২০১৬ সালে ফোর্বসে উল্লেখিত পৃথিবীর সেরা ৫০০ বিলিয়নিয়ারের মধ্যে যার অবস্থান ২৮৬তম এবং বৃটেনে অষ্টম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status