খেলা

ফিল্ডিংই পার্থক্য গড়ে দেয়

স্পোর্টস রিপোর্টার

১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:১৯ অপরাহ্ন

গতকাল সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য টেস্ট ড্র করে ফেললো ভারত। তবে যদি ম্যাচে অজিরা তিনটি ক্যাচ না ফেলতো তাহলে হয়তো পরিস্থিতি অন্য রকমই হতো। তার মানে ফিল্ডিং ব্যর্থতা শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিই নয় টেস্টেও বড় পার্থক্য গড়ে দেয়। গতকাল শিষ্যদের বার বার এই কথাই বললেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক। গত শনিবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে শুরু হয়েছে ২৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প। গতকাল দ্বিতীয় দিনেও ঘাম ঝরিয়েছেন টাইগাররা। প্রথম দিন থেকেই ফিল্ডিং কোচ বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। গ্রুপ করে ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন। গতকাল এক ভিডিও বার্তায় দলে ফিল্ডিংয়ের গুরুত্ব নিয়ে এই কোচ বলেন, ‘আমার মনে হয় ফিল্ডিং সাদা বল কিংবা লাল বল, দুই ক্ষেত্রেই পার্থক্য গড়ে দেয়। অবশ্যই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু তার মানে এই না যে এটি টেস্টে কম গুরুত্বপূর্ণ। আমার মনে হয় খেলার সবদিক বিবেচনায় এটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে আপনি ক্যাচিং, থ্রোয়িং, গ্রাউন্ড ফিল্ডিং- সব ক্ষেত্রেই পুরো ৫০ ওভার ধরে চাপে থাকবেন। আমি সেই চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি এবং আমি নিশ্চিত যে ছেলেরাও প্রস্তুত আছে।’
৭ মাস করোনার কারণে মাঠে নামতে পারেনি টাইগার ক্রিকেটাররা। এরপর মাঠে খেলা ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি। তবে সব শেষ বিসিবি প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তারা নিজেদের প্রস্তুত করেছেন। সেই প্রস্তুতি দেখে সন্তুষ্ট ফিল্ডিং কোচ রায়ান কুকও। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা বেশ কিছু প্রস্তুতি ম্যাচ পেয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়ে। পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের সময় আমি এখানে ছিলাম এবং সেখানে তাদের ফিল্ডিং খুবই প্রশংসনীয় ছিল। সবারই বেশ সুস্থ, সতেজ এবং প্রস্তুত থাকবার কথা।’ তাই বলে যে ফিল্ডিং অনুশীলন হালকাভাবে করা হচ্ছে তাও নয়। টাইগারদের একেবারেই গোড়া থেকেই শুরু করতে হচ্ছে রান আটকানো ও ক্যাচ ধরার কৌশল। তিনি বলেন, ‘খেলোয়াড়রা টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর একটি বিরতি থেকে ফিরেছে। তাই তাদেরকে ধীরে ধীরে অনুশীলনের মধ্যে ফিরিয়ে আনছি, মাঠে তাদের মুভমেন্ট এবং বেসিকের ওপর কাজ করছি, তাদের থ্রোয়িংকে আগের জায়গায় আনার চেষ্টা করছি যেহেতু বেশকিছু সময় পর তারা ফিরছে। কিছু ক্ষেত্রে আপনি একটু অনভ্যস্ত হয়ে গিয়ে চোট বাধাতে পারেন। তাই তাদেরকে ধীরে ধীরে আগের জায়গায় আনার চেষ্টা করছি। সিরিজের কাছাকাছি আসতে আসতে আমরা অনুশীলনের তীব্রতা বাড়াবো।’
টাইগারদের ফিল্ডিং দুর্বলতা নিয়ে অভিযোগের শেষ নেই। ক্যাচ ছাড়া নিয়ে সমালোচনা লেগেই থাকে। তবে ধীরে ধীরে দলের ফিল্ডিংয়ের দারুণ উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। কোচ নিজেও আশাবাদী তার শিষ্যদের নিয়ে। তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের মধ্যে দারুণ এনার্জি আছে। তারা তাদের ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। তারা অতিরিক্ত কাজ করতে চাচ্ছে এবং দারুণ চেষ্টা করছে যা আমি পছন্দ করি। তাদের টেকনিক নিয়ে অনেক কাজ করতে হবে, বিশেষ করে ক্যাচিং এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু দিক নিয়ে। কিন্তু সাধারণত তাদের থ্রোয়িং বেশ ভালো তাই আমি আশা করছি যে তাদের যে উন্নতি করার এই উৎসাহ তা তাদের আগামী দুই বছরে উন্নতি করতে সাহায্য করবে।’ বাংলাদেশ গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলন শুরু করে দুপুর দেড়টায়। তিন ঘণ্টা ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ঘাম ঝরিয়েছে ফিল্ডিং অনুশীলনেও।
সবকিছু ঠিক এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দল গত শনিবার থেকে হোটেলে কোয়ারেন্টিনে আছে। তাদের মোট ৪৭ জনের করোনা নমুনা নেয়া হয়েছে গতকাল। আরো এক দফা নেয়া হবে গোটা দলের। এরপরই ১৪ই জানুয়ারি তারা মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলনের সুযোগ পাবে। সেদিনই বাংলাদেশ দল বিকেএসপিতে যাবে প্রস্তুতি ম্যাচ খেলতে। জানা গেছে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে ১৬ই জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে মূল দল ঘোষণা করবে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status