অনলাইন

‘এই নির্বাচন কমিশনের জনতার আদালতে বিচার করা হবে’

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:৫৪ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, স্বাধীন দেশে বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞা হয়ে বার বার প্রতিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করে ফেলেছেন। অথচ এই সাংবিধান পোস্টগুলোর সদস্যরা সুন্দর সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য শপথ নেন। কিন্তু তারা এই শপথ নিয়ে জনগণের সঙ্গে বেইমানী করছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই নির্বাচন কমিশনের জনতার আদালতে বিচার করা হবে। সোমবার বেলা ১১টায় নগরীর মালোপাড়া বিএনপি কার্যালয়ে সামনের রাস্তায় অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্যমন্ত্রী এবং নির্বাচনকে কুলষিত করার প্রতিবাদে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে এই মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
মিনু বলেন, এখন দেশে পৌরসভা নির্বাচন চলছে। এই নির্বাচনও বর্তমান নির্বাচন কমিশন কুলষিত করেছেন। ইভিএম এর নামে প্রতারণা করছেন। সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করে দিচ্ছেন। শুধু তাই নয়, দুর্নীতিতে এই নির্বাচন কমিশন চ্যাম্পিয়ন হয়েছেন। দেশের বিশিষ্টজনরা তাদের দুর্নীতির জন্য বিচার দাবী করেছেন। সেই সঙ্গে আইনজীবীরাও প্রশিক্ষণসহ অন্যান্য খাতে দুর্নীতির তদন্ত দাবী করেছেন বলে জানান তিনি। তিনি এই বাণিজ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের দ্রুত পদত্যাগ দাবী করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার সঞ্চালনায় এদিনের মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহিদুন্নাহার কাজি হেনা, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন এশা, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হিকোল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার। এদিন মহানগর বিএনপি’র সাংগঠনিক ৩৫ টি ওয়ার্ড ও জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status