খেলা

যা বললেন ভারতের সাবেক ও বর্তমান তারকারা

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন

চেতশ্বর পূজারা-ঋষভ পন্তকে আউট করে জয় দেখছিলো অস্ট্রেলিয়া। কিন্তু হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশি^নের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে থেকে জয় কেড়ে নেয় ভারত। কার্যত হারা ম্যাচ ড্র করে সিরিজে সমতা বজায় রাখল আজিঙ্কা রাহানের দল।
হনুমা ও অশি^নের এই অনবদ্য ইনিংস কোনও জয়ের থেকে কম নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে ভারত । প্রায় চার ঘন্টা ক্রিজে থেকে হনুমা বিহারী ১৬১ বলে ২৩ রান করেন। মন্থর হলেও হনুমার এই ব্যাটিংয়েই ম্যাচ ড্র করে সফরকারীরা। অন্যদিকে অশি^ন ১২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ধৈর্য্যশীল ব্যাটিংয়ের কারণে প্রশংসায় ভাসছেন হনুমা বিহারী। তবে ভিন্ন সুরও রয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ের মতে, হনুমা বিহারী বেশিই ধরে খেলেছেন। বাউন্ডারি শট খেলার বলেও মারমুখি হননি তিনি। এতটা রক্ষণাত্মক খেলার ফলেই জয়ের দেখা পায়নি ভারত। বাবুল লিখেন, ‘অপ্রিয় কথাটা বলতে হচ্ছে। হনুমা বিহারী যে শুধু ভারতের জয়ের সম্ভাবনাকে মাঠে মারল তাই না, ক্রিকেটের খুনও করল। জিততে পারি, এই মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কিন্তু অপরাধ।’
দলের এমন অভাবনীয় জয়ে সাবেক বর্তমানদের অভিনন্দন পাচ্ছে ভারত দল।
অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, ‘গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কমতি ছিলো। তবুও লড়ে যাওয়ার সৈনিকের অভাব হয়নি আমাদের। অনেক কিছু শিখেছি আমরা। এখন লক্ষ্য ব্রিসবেন জয়।’
ঋষভ পন্ত বলেন, ‘পরিশ্রম সব সময়ই সহায় হয়। দলের সাফল্যে অবদান রাখতে পেরে আনন্দিত। খুব ভালো খেলেছে ছেলেরা। এখন আমাদের লক্ষ্য ব্রিসবেন।’
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘
আশা করি দলে পূজারা, পন্থ এবং অশি^নের ভূমিকা সবার নজরে পড়েছে। টেস্ট ক্রিকেটের তিনে নেমে মারকুটে হলেই হয় না। ভালো লড়েছে আমাদের দল। এখন সিরিজ জেতার অপেক্ষায়।’
কপিল দেব শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘খুব ভালো পারফরম্যান্স দেখলাম।’
শচীন, ‘খুব গর্বের সময় এটা। বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি পূজারা, অশি^ন, পন্থ ও হনুমাকে। তারা খুব মেধার পরিচয় দিয়েছে।’
ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘মনে রাখার মতো একটি ম্যাচ ছিলো। দলে অনেক গুুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না। ছেলেরা খেলার মাধ্যমে সমালোচকদের জবাব দিয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status