অনলাইন

সিলেটে ড্রেনে পড়ে সাহিত্যিকের মৃত্যু, জেলা প্রশাসককে প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৬:৩০ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে সিলেটের জেলা প্রশাসককে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন। শুনানিতে রিটকারীর পক্ষে আইনজীবী অনিক আর হক, সৈয়দ ফজলে ইলাহী ও আনিছ আহমদ অংশ নেন।
সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল বাসিত মোহাম্মদ (৬৫) কবি ও ছড়াকার হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি গত ৭ই ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিটি করপোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে আবদুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০ই ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, হাইকোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরীর জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে সাহিত্যিক আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশনের নির্মাণ ও উন্নয়নকাজে জননিরাপত্তা নিশ্চিতকরণের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা হবে না, তাঁর মৃত্যুর জন্য সিটি করপোরেশন দায়ী থাকার বিষয়টি তদন্তের নির্দেশ, সিটি করপোরেশনের চলমান নির্মাণ ও উন্নয়নকাজে জননিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা এবং নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ আদেশ প্রার্থনা করা হয়েছিল। আবেদনের শুনানি শেষে জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেয়া হয়।
আইনজীবী অনিক আর হক সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের অপরিকল্পিত ও অনিরাপদ দায়িত্বহীন কাজেরই বলি হয়েছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষক আবদুল বাসিত মোহাম্মদ। তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও উন্নয়নকাজে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনায় আদালত ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status