বিনোদন

সৌমিত্র এবার ক্যালেন্ডারে

বিনোদন ডেস্ক

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৪:৫১ অপরাহ্ন

অপু, ফেলু, উদয়ন প-িত, ময়ূরবাহন, দেবদাস, ক্ষীদদা পর্দায় চরিত্রের বদল হলেও চরিত্রের রূপায়ণে একজনই। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। জীবন জুড়ে নানা রকমের কাজ করে গিয়েছেন অভিনেতা। চলচ্চিত্রে রূপদান থেকে ছবি আঁকা,পত্রিকা সম্পাদনা করা, গল্প-কবিতা লেখা, কবিতা আবৃত্তি, সব মিলিয়ে সৌমিত্র মানেই ছিল চমক, একরাশ মুগ্ধতা। তিনি যে কাজই করুন না কেন, দক্ষতার সঙ্গে করেছেন। জীবনভর বিভিন্ন ধরনের কাজের পর আচমকাই চলে যান এই কিংবদন্তি শিল্পী। এবার তার স্মরণে ‘অপুর পাঁচালী’ শীর্ষক একটি ক্যালেন্ডার প্রকাশিত হতে চলেছে। আগামী ১৩ জানুয়ারি, স্পাইসেস এন্ড সসেস-এ ওই অনুষ্ঠান হবে বিকেল চারটেয়। যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা কাজের অলিগলি ঘুরে ওই ক্যালেন্ডার তার গুণমুগ্ধদের কাছে অন্যতম সংগ্রহ হয়ে উঠবে। সত্যজিৎ-এর সৌমিত্র থেকে মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, অসিত সেনদের হাত ধরে পরবর্তী প্রজন্মের সন্দীপ রায়, অতনু ঘোষ, অনীক দত্ত, শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে কাজ, সব কিছুতেই নতুন ভাবে মুগ্ধ করেন সৌমিত্র। ক্যালেন্ডারে রয়েছে সিনেমার পোস্টার, বুকলেটের ছবি। সব মিলিয়ে ওই ক্যালেন্ডার নানা ধারায় সৌমিত্রকে তুলে ধরা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status