অনলাইন

রুদ্র ও শিল্পীকে সংবর্ধনা দিয়েছে ‘ডিয়ার জার্নালিস্ট’

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ১:৪৮ অপরাহ্ন

ক্র্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পীকে সংবর্ধনা দিয়েছে ‘ডিয়ার জার্নালিস্ট’। রাজধানীর সেগুনবাগিচাস্থ একটি রেস্টুরেন্টে গত রাতে ‘সাংবাদিকতার ঝুঁকি : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা শেষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
‘ডিয়ার জার্নালিস্ট’র এডমিন জনকণ্ঠের সাব এডিটর বিপ্লব রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা সোমা। ‘ডিয়ার জার্নালিস্ট’র এডমিন খন্দকার হাফিজুর রহমানের (বিপ্লব রেজা) সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর রিসার্চ ফেলো ও ঢাবির সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল।
আলোচনায় অংশ গ্রহণ করেন, বাংলাভিশনের নিউজ এডিটর নাসরিন গীতি, সাংবাদিক মো. রুহুল কুদ্দুস সরকার, নজরুল ইসলাম বশির, নাজিম মাহমুদ হাসান, শামসুল আলম সেতু, সাজু আহমেদ, জাহিদ মামুন, এস এম সামসুল হুদা, মো. জুয়েল হাসান জনি, তাহমিনা শিল্পী, এম এ মামুন মিয়া, মোয়াজ্জেম হোসেন, মনির আহমেদ জারিফ, সময় টিভির নিউজ রুম এডিটর মান্নান মিয়া, জাফরুল আলম, শামসুদ্দিন হীরা, বিটিভি’র রিপোর্টার মাসুদ রানা ও একরামুল ইসলাম বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ই জানুয়ারি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র নির্বাচনে সর্বোচ্চ ভোটে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন মানবজমিনের ক্রাইম চিফ রুদ্র মিজান। অন্যদিকে, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status