খেলা

ভারতের জয়ের সমান ড্র

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ১:৩৭ অপরাহ্ন

ভারতীয় ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র হয়েছে সিডনি টেস্ট। ড্রটা ভারতের জন্য জয়ের সমানই। পঞ্চম দিনে ভারত খেলেছে ৯৭ ওভার। ৪০৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান করে ভারত।

সোমবার পঞ্চম দিনটা ছিল রোমাঞ্চে ভরা। আগের দিনের ২ উইকেটে ৯৮ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করে ভারত। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (৪ রান)। চতুর্থ উইকেটে চেতশ্বর পূজারা-ঋষভ পন্তর ব্যাটে ভারতের জয়ের স্বপ্ন উজ্জ্বল হতে শুরু করে। পূজারা খেলছিলেন নিজের মতো করেই। পন্ত করছিলেন স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিং। চোট নিয়ে খেলতে নেমে চাপের মুখেও সাবলীল ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছিলেন পন্ত। দারুণ খেলতে থাকা পন্ত ফেরেন সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। নাথান লায়নের বলে ৯৭ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন প্যাট কামিন্সের হাতে। চতুর্থ উইকেটে দু’জন যোগ করেন ১৪৮ রান। অন্যপ্রান্তে পূজারা ছিলেন অবিচল। ১৭০ বলে ফিফটিতে পৌঁছান। দেয়াল হয়ে দাঁড়ানো পূজারাকে ফেরান নাথান লায়ন। তার আগে খেলেন ২০৫ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। পূজারা ফিরলে জমে ওঠে ম্যাচ। তবে হনুমা বিহারী ও রবিচন্দন অশ্বিন যেন পণ করেছিলেন উইকেট না দেয়ার। ষষ্ঠ উইকেটে দু’জন খেলেছেন ২৬০ বল! রান এসেছে মাত্র ৬২। বিহারী খেলেছেন ইনজেকশন নিয়ে। ক্রিজে আসার কিছুক্ষণ পরই রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। নিতে পারছিলেন না সহজ সিঙ্গেল কিংবা ডাবলগুলো। মাঠেই একধিকবার নিয়েছেন ডাক্তারের সেবা। তবুও ক্রিজ ছেড়ে বের হয়ে যাননি। ১৬১ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন বিহারী। অশ্বিনও এদিন দেখিয়েছেন তার ‘ব্যাটসম্যানীয় রূপ’। টেস্টে চার সেঞ্চুরির মালিক অশ্বিন ১২৮ বল খেলে করেছেন ৩৯ রান। আর তাতেই ভারত পেয়েছে জয়ের সমান এক ড্র।

চতুর্থ ইনিংসে ১৯৮০ সালের পর সবচেয়ে বেশি (১৩১) ওভার ব্যাট করল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ড্র হওয়া ম্যাচে এশিয়ান দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

দু’দলের চতুর্থ ও শেষ টেস্ট শুরু ১৫ই জানুয়ারি, ব্রিসবেনে।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮
ভারত ১ম ইনিংস: ২৪৪
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন শেষে ১০৩/২) ৮৭ ওভারে ৩১২/৬ ইনিংস ঘোষণা (লাবুশেন ৭৩, স্মিথ ৮১, গ্রিন ৮৪, পেইন ৩৯*; সাইনি ২/৫৪, অশ্বিন ২/৯৫)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৭) ১৩১ ওভারে ৩৩৪/৫ (পন্ত ৯৭, পূজারা ৭৭, রোহিত ৫২, শুভমন ৩১, বিহারী ২৩* অশ্বিন ৩৯*; হ্যাজলউড ২/৩৯, লায়ন ২/১১৪)।
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ
সিরিজ: চার ম্যাচের সিরিজ ১-১ এ সমতা
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status