বিনোদন

টপনিউজ

অলিভিয়াই একমাত্র...

স্টাফ রিপোর্টার

১১ জানুয়ারি ২০২১, সোমবার, ৭:৫১ অপরাহ্ন

সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া। ক্যারিয়ারের শুরুতেই গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে অবস্থান করে নেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে মডেলিং শুরু করেন অলিভিয়া। এরমধ্যে ঢাকায় হোটেল পূর্বাণীতে রিসিপশনিস্ট পদে চাকরিও করেন কিছুদিন। ১৯৭২ সালে নির্মাতা এস এম শফি তার ‘ছন্দ হারিয়ে গেল’ ছবিতে প্রথম সুযোগ দেন তাকে। এরপর প্রায় ৫৩টি চলচ্চিত্রে অভিনয় করেন এই নায়িকা। পোশাকি, ফ্যান্টাসি এবং সামাজিক, সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো-‘পাগলা রাজা’, ‘বাহাদুর’, ‘শাহজাদী’, ‘শ্রীমতি ৪২০’, ‘টক্কর’, ‘হিম্মতওয়ালি’, ‘ডার্লিং’, ‘রাস্তার রাজা’, ‘জংলি রানী’, ‘টাকার খেলা’, ‘আগুন পানি’ প্রভৃতি। নায়ক ওয়াসিমের সঙ্গে তার জুটি আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই জুটির ‘দ্য রেইন’ ছবিটি ব্যাপক সাড়া জাগায়। অনেকেরই হয়তো অজানা যে সেই সময়ে বাংলাদেশি নায়িকাদের মধ্যে একমাত্র অভিনেত্রী অলিভিয়া যিনি কাজের সুযোগ পান মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। কলকাতার ‘বহ্নিশিখা’ শিরোনামের একটি ছবিতে তারা জুটি বাঁধেন। ছবিটি সেই সময়ে ছিল বেশ আলোচিত। এদিকে ১৯৯৫ সালে মুক্তি পায় অলিভিয়ার সর্বশেষ চলচ্চিত্র ‘দুশমনি’। এরপর থেকে এই অভিনেত্রী পর্দা কিংবা বাস্তবে আর কারও মুখোমুখি হননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status