অনলাইন

কোভিড ভ্যাকসিনের তৎপরতা শুরু চট্টগ্রামে

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

১০ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:১০ পূর্বাহ্ন

ফাইল ফটো

কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে তৎপরতা শুরু হয়েছে চট্টগ্রামে। এ বিষয়ে পরামর্শ ও দিক-নির্দেশনা দিতে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে অবস্থান করছে। যারা নগরী ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এসব বিষয়ে আলোচনা করছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রোববার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, করোনার ভ্যাকসিন কোথায়, কীভাবে, সংরক্ষণ করা হবে এবং প্রয়োগ ও বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও নির্দেশনা নিয়েই প্রতিনিধি দল শনিবার স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছেন।

কোভিড ভ্যাকসিন বিষয়ে আলোচনা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের টিম চট্টগ্রাম মেডিকেল কলেজও পরিদর্শন করেন। সেখানে ব্রেস্ট ক্যান্সার বিভাগ পরিদর্শন করেন তারা। এছাড়া মাঠ পর্যায়ে চলমান হাম-রুবেলার টিকাদান (এমআর) ক্যাম্পেইন পরিদর্শনও করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ডা. মো. শামসুল হক, ইপিআই এন্ড সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক ডা. জেসমিন আরা খানমসহ স্বাস্থ্য অধিদপ্তরের তিন প্রতিনিধি রয়েছেন এ দলে।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ভ্যাকসিন পাওয়া না পাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ধুম্রজাল রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন পেতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। এসব বিষয় নিয়ে শিগগিরই কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকেই সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে।

আর ভ্যাকসিন পাওয়ার পর তা কোথায়-কিভাবে দেয়া হবে, এখন এসব বিষয় চূড়ান্তকরণের কাজ চলছে। ভ্যাকসিন প্রদানে প্রাথমিকভাবে টিকাদান কেন্দ্র নির্বাচন করেছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

ভ্যাকসিন প্রদানের কেন্দ্র হিসেবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরে ৮-৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও সেগুলোকে ভ্যাকসিন প্রদানের কেন্দ্র করা হবে কিনা, তা এখনো চূড়ান্ত নয়।

সিভিল সার্জন বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ১৩শে জানুয়ারি প্রথমবারের মতো বৈঠকে বসবেন কমিটি। এ বৈঠকের আয়োজন আরও আগে হওয়ার কথা ছিল। যেহেতু কমিটির অন্য সদস্যদের সময়ের ব্যাপার ছিল, তাই সবার সাথে যোগাযোগ করেই এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চট্টগ্রামেও ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে। অর্থাৎ অগ্রাধিকার তালিকাভূক্তরা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) একাধিক ডকুমেন্ট প্রয়োজন হতে পারে।

এই প্রক্রিয়ায় কেন্দ্র পছন্দের সুযোগ থাকবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তি ভ্যাকসিন গ্রহণের তারিখ ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে গেলে রেজিস্ট্রেশনকারী ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন। কয়েকদিনের মধ্যে এসব বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়া যাবে বলে জানান সেখ ফজলে রাব্বি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status