অনলাইন

টুইটারে নিষিদ্ধ শুনে ক্ষেপে যান

ক্যাপিটল হামলায় নিজেও যেতে চেয়েছিলেন ট্রাম্প, হয়েছেন ‘পাগল রাজা’

তারিক চয়ন

১০ জানুয়ারি ২০২১, রবিবার, ১০:১৬ পূর্বাহ্ন

বুধবার ট্রাম্প তার সমর্থক দাঙ্গাকারীদের সঙ্গে ক্যাপিটলের উদ্দেশ্যে নিজেও সশরীরে ‘মার্চ’ করতে চেয়েছিলেন। এ খবর প্রকাশিত হবার পরই টুইটার তাকে নিষিদ্ধ করে। তবে এসব নিয়ে যাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উপদেষ্টারা ট্রাম্পকে সেটি ‘না’ করতে বলেন।

ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ট্রাম্প তার সমর্থক দাঙ্গাকারীদের বিরুদ্ধে মানুষ জেগে উঠলে তাদের দমাবার জন্য ক্যাপিটলে ‘ন্যাশনাল গার্ড’ মোতায়েন করতে চেয়েছিলেন। কিন্তু নিয়তির কি খেল! বুধবার তার সমর্থক দাঙ্গাকারীদের দমনে সাহায্য করতে সেই ন্যাশনাল গার্ডকেই ডাকা হয়। যদিও শুরুতে ট্রাম্প ক্যাপিটল পুলিশকে দাঙ্গা মোকাবেলায় বাড়তি সাহায্য পাঠানোর বিষয়ে পিছু হটেছিলেন।

বলাবাহুল্য, নিজের প্রেসিডেন্ট থাকার পুরো সময়জুড়ে (চার বছর) ট্রাম্প টুইটারকে সমর্থকদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় এবং প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিলেন। তিনি দিনে অসংখ্য পোস্ট করতেন। এছাড়াও তিনি প্রায়ই বিভিন্ন স্তরের লোকজন এমনকি নিজ প্রশাসনের লোকজনকেও টুইটারে হুমকি ধামকি দিতেন। তার বেশিরভাগ টুইটই থাকতো মিথ্যা তথ্যে ভরপুর।

নতুন কোন সহিংসতার উদ্রেক ঘটাতে পারেন এই আশঙ্কায় শুক্রবার তাকে স্থায়ীভাবে টুইটারে নিষিদ্ধ করা হয়। টুইটারের উদ্বিগ্ন হবার যথাযথ কারণও ছিল। কারণ বুধবারের ঘটনার পর ট্রাম্পকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পরও তিনি দমে যাননি। যদিও বলেছেন, ২০ তারিখ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু দু’টি টুইটে তার সেই ‘উন্মাদ’ সমর্থকদের ‘দেশপ্রেমিক’ এবং নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যাবেন না বলে উল্লেখ করে আবারো সহিংসতা উস্কে দিতে চেয়েছিলেন। টুইটার এটিকে তাদের নীতিমালার লঙ্ঘন বলে জানিয়েছিল।

টাইমস জানিয়েছে, টুইটার তাকে নিষিদ্ধ করতে পারে এটা তার কল্পনার বাইরে ছিল। এর আগে তিনি তার সহযোগীদের বলতেন, তারা কখনো আমাকে নিষিদ্ধ করবে না। এমনকি তার জামাই ও উপদেষ্টা জ্যারেড কুশনারও তাই বিশ্বাস করতেন।

পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প টুইটারের বদলে নতুন কি মাধ্যম ব্যবহার করা যায় সেই চিন্তায় রয়েছেন বলে প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাতে পলিটিকো জানিয়েছে। ওই কর্মকর্তা জানান, টুইটারে নিষিদ্ধ হবার খবর শুনে ট্রাম্প ‘ক্ষেপে’ যান। আর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে ‘বনিবনা’ করছেন।

ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের সহযোগীদের বরাতে জানিয়েছে, বুধবারের ঘটনার পর হোয়াইট হাউসের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ট্রাম্পের বর্তমান অবস্থাকে তারা বৃটেনের ‘পাগল রাজা জর্জ’ এবং ‘পুরো দানবীয়’ বলে আখ্যা দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status