তথ্য প্রযুক্তি

রিদ্মিকল্যাবস – ইন্টারনেট এবং অ্যাপ্লিকেশনের নতুন সম্ভাবনার দুয়ার

৯ জানুয়ারি ২০২১, শনিবার, ৬:৪৩ অপরাহ্ন

আমাদের প্রতিনিধি রিদ্মিক কীবোর্ড এর প্রতিষ্ঠাতা শামীম হাসনাত এর সাথে তার জীবন এবং রিদ্মিক ল্যাবস সম্পর্কে সাক্ষাত্কারে জানতে পারেন বাংলাদেশের ইন্টারনেট ভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেমের ব্যাপারে। এই আর্টিকেলটি শামীম হাসনাত সাক্ষাৎকার থেকে নেওয়া।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবকিছু সহজ করে তোলাই ছিল শামীম হাসনাত এর ছোট বেলা থেকে স্বপ্ন। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে তার সাথে যোগ দেয় আমেরিকা ভিত্তিক ইন্টারনেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান "ডাটাবার্ড"। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের ধারাবাহিকতা বজায় রেখে,  দেশের ইন্টারনেট সেবা ব্যবহারকারীদের উন্নত ও আধুনিক প্রযুক্তি প্রদানের মাধ্যমে বিগত ২ বছরেরও বেশি সময় ধরে একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে ডাটাবার্ড(www.databird.co)।দেশের দ্রুত বর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদা মেটানোর উদ্দেশ্যে সুবিধাজনক ডিজিটাল পরিষেবা বানানোই ডাটাবার্ড এর কার্যক্রম।

 

বুয়েট থেকে পাশ করে তিনি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে চাকরির পাশাপাশি নিজের ব্যবহারের জন্যও বেশ কিছু সফটওয়্যার বানান। বর্তমানে তিনি ডাটাবার্ড এর সিটিও এবং রিদ্মিকল্যাবস এর সিইও পদে নিয়োজিত আছেন।

 

তবে তার সব সময়ে লক্ষ্য ছিল ইন্টারনেট এবং মানুষ যাতে সবকিছু সহজে ব্যবহার করতে পারে। সর্বপ্রথম ২০১২ সালে তিনি রিদ্মিকল্যাবস এর প্রথম অ্যাপ হিসেবে একটি বাংলাটাইপ করার কিবোর্ড বের করেন যার নাম“রিদ্মিককিবোর্ড”। তৎকালীন মোবাইলে বাংলা লেখার জন্য ব্যবহারকারী বান্ধব কোন কিবোর্ড ছিল না। সহজে যাতে মোবাইলে বাংলা লেখা যায় সেই চিন্তা থেকে ২০১২ সালে রিদ্মিক কিবোর্ড অ্যাপ স্টোরে পাবলিশ করেন। তখন থেকে এ পর্যন্ত এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা কিবোর্ড। বর্তমানে রিদ্মিক কিবোর্ডের মাসিক সর্বমোট ২ কোটি ৩০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছেন এবং ৫ কোটির বেশি বার এটি ডাউনলোড করা হয়েছে।

 

২০১৮ সালে আমেরিকা ভিত্তিক ইন্টারনেট বিনিয়োগ কারী কোম্পানি "ডাটাবার্ড " রিদ্মিকল্যাবস-এ বিনিয়োগ শুরু করে বিশ্বমানের কিছু অ্যাপ তৈরির লক্ষ্যে। ইন্টারনেট সেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডাটাবার্ড অনলাইন ভ্রমণ, সংবাদ, কীবোর্ড, ই-রিডার এবং লাইফ স্টাইল মোবাইল অ্যাপ্লিকেশন এর পিছনে কাজ করে যাচ্ছে।

 

বর্তমান জগতের গতানুগতিক অনলাইন নিউজপোর্টাল থেকে ভিন্ন কিছু করার জন্য রিদ্মিকল্যাবস তৈরি করেন রিদ্মিক নিউজ। রিদ্মিকনিউজ এ রয়েছে শুধু সংবাদ পড়া নয়, আরও বিভিন্ন রকম সুবিধাও রয়েছে। রিদ্মিক নিউজ ব্যবহার করে আপনি খেলতে পারেন বিভিন্ন রকমের কুইজ এবং কুইজের প্রশ্নগুলো সবই নিউজ ভিত্তিক। এছাড়াও রিদ্মিক নিউজকে মানুষের কাছে আরো ব্যবহারবান্ধব করে তুলতে এ বছরই আসছে বেশকিছু নতুন সব সুবিধা। বই পিপাসুদের জন্য বই পড়াকে সহজ করে দিতে রিদ্মিকল্যাবস নিয়ে এসেছে ই-রিডার অ্যাপ  "বইটই"। বইটই ব্যবহারের মাধ্যমে অনলাইনে সহজে ই-বই কেনার পাশাপাশি, ফ্রিতে পড়ে নিতে পারেন দেশ বিদেশের আপনার সকল পছন্দের বই।

ডাটাবার্ড ইন্টারনেট ইকোসিস্টেমের আওতায় রিদ্মিকল্যাবস নিয়ে আসছে চ্যাটিং বা মেসেজিং অ্যাপ যার নাম "রিদ্মিক"।এই অ্যাপটি ব্যবহার করে আপনি উন্নতমানের অডিও বা ভিডিও কল ও মেসেজিং এর মাধ্যমে কাছের মানুষের সাথে সংযুক্ত থাকতে পারবেন খুব সহজে। প্রিয়জনদের সাথে যোগাযোগে বাঙালী সংস্কৃতির ছোঁয়া দিতে এই অ্যাপটিতে থাকবে নানা রকমের সুবিধা। ব্যবহারকারীদের নির্ঝঞ্ঝাট যোগাযোগ মাধ্যম প্রদান করার জন্য এখন অ্যাপটি এই মূহুর্তে বেটাটেস্টিং এ আছে এবং শীঘ্রই গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোর থেকে ডাউনলোড করতে সক্ষম হবেন সবাই।

এছাড়াও রিদ্মিক এর চ্যাট অ্যাপটির একটি দারুণ ফিচার হচ্ছে “বিট” যা একটি লয়ালিটি প্রোগ্রাম। রিদ্মিক মেসেজিং অ্যাপ এ গ্রাহকরা বাংলায় লিখে “বিট” অর্জন করতে পারবে। এই “বিট” লয়ালিটি পয়েন্ট হিসেবে গ্রাহকের বাকেটে জমা হবে যা দিয়ে ব্যবহারকারীরা অ্যাপ থেকে বিভিন্ন ডিজিটাল পণ্য সংগ্রহ করতে পারবেন।

 

এছাড়াও রিদ্মিক ল্যাবস-এ রয়েছে রিদ্মিকফ্রেন্ডস+ নামের একটি প্রোগ্রাম। এই ফ্রেন্ডস+ প্রোগ্রাম এর সাথে সংযুক্ত থাকলে আপনিও রিদ্মিক ল্যাবসের যেকোন অ্যাপ এর বেটা অথবা টেস্টভার্সন ব্যবহার করে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে পারবেন রিদ্মিকল্যাবসটিম এর সাথে।

 

বর্তমানে বাংলাদেশের তৈরি অ্যাপ যে বিশ্বমানের মতো হতে পারে তারই প্রমাণ দিয়ে যাচ্ছে রিদ্মিকল্যাবস। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মানুষকে দেশেই তৈরি অ্যাপ এর মাধ্যমেই ন্টারনেট সেবা প্রদান করাই রিদ্মিকল্যাবস এর মূল লক্ষ্য।

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status