শিক্ষাঙ্গন

যেভাবে মিলবে এইচএসসি’র ফল

স্টাফ রিপোর্টার

৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৫:০০ অপরাহ্ন

২০১৯ সালের এসএসসি ও সমমানের ফলের মতো ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলও শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। করোনায় ফলে ‘অটোপাস’ পাওয়া শিক্ষার্থীদের ফল মোবাইলের মাধ্যমে দেবার উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এরজন্য প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বোর্ডগুলো। সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এ রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল সংগ্রহ করতে পারবেন।

টেলিটক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ— HSC Bord Name Roll Year|
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status