ভারত

ভারতে ধূমপানের সর্বনিম্ন বয়স আঠারো থেকে বাড়িয়ে একুশ করার প্রস্তাব

বিশেষ সংবাদদাতা

৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

ভারতে ধূমপান ও তামাকজাত উপাদান ব্যবহার করার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স আঠারো থেকে বাড়িয়ে একুশ করার একটি বিল এখন কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন৷ আমেরিকায় দুহাজার উনিশ সালে ধূমপানের সর্বনিম্ন বয়স করা হয়েছে একুশ৷ ভারতও সেই পথে হাঁটতে চাইছে ৷ উল্লেখ্য, প্রতিবছর ভারতে বারো লক্ষ লোকের মৃত্যু হয় ধূমপান ও তামাকজাত উপাদান ব্যবহার করার জন্যে ৷ ভারতে মোট ক্যান্সার এর সাতাশ শতাংশ হয় সিগারেট - বিড়ি এবং খৈনি জাতীয় তামাকজাত উপাদান ব্যবহার করার জন্য৷ একটি সমীক্ষা জানাচ্ছে যে, ভারতীয়রা প্রতিবছর তের হাজার তিনশো কোটি টাকা ব্যায় করেন ধূমপানে এবং তামাকজাত বস্তু ব্যবহার করে৷ ইদানিং আঠারো থেকে একুশ বছর বয়স্কদের মধ্যে ধূমপান এবং তামাকজাত উপাদান ব্যবহার করার প্রবণতা বেড়েছে৷ তা রোখার জন্যেই নতুন আইনটি প্রবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে৷ নতুন আইন চালু হলে একুশ বছরের কমবয়স্কদের কাছে সিগারেট, বিড়ি বা অন্য তামাকজাত উৎপাদন বিক্রি করাও দণ্ডনীয় অপরাধ বলে ধরা হবে৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status