ভারত

তিনি থাকলে মমতা বন্দোপাধ্যায়কে ইউপিএ জোট ছাড়তে দিতেন না- বইতে লিখলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

বিশেষ সংবাদদাতা

৬ জানুয়ারি ২০২১, বুধবার, ৯:৫৭ অপরাহ্ন

তিনি সেইসময় দেশের অর্থমন্ত্রী থাকলে মমতা বন্দোপাধ্যায়কে  দু'হাজার বারো  সালে ইউপিএ জোট ছাড়তে দিতেন না।  নিজের আত্মজীবনী দ্য প্রেসিডেনশিয়াল ইয়ার্স  ২০১২ - ২০১৭ তে  লিখেছেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  বইটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ হয়েছে আজই। বইটিতে প্রণব বাবু লিখেছেন,  দু'হাজার বারো  সালে তিনি রাষ্ট্রপতি হয়ে যান।  সেইসময় এলপিজির দাম বাড়া এবং বিদেশি বিনিয়োগ নিয়ে ইউপিএ'র সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মমতা ইউপিএ ছেড়ে বেরিয়ে যান।  তার আগের বছরই কংগ্রেসকে জোট সঙ্গী হিসেবে নিয়ে মমতা ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটান।  প্রণব বাবু লিখেছেন,  তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে ছিল অর্থমন্ত্রকের দায়িত্ব।  তিনি মমতাকে জোটে রাখতে ব্যর্থ হন।  প্রণব বাবুর উপলব্ধি-  মমতা জোট ত্যাগ করার পরই  রাজ্যে কংগ্রেস দুর্বল হয়ে যায় এবং ক্রমশ হীনবল হতে আরম্ভ করে।  তিনি অর্থমন্ত্রী থাকলে যে মমতাকে ছাড়তেন না তা  তিনি স্পষ্ট লিখেছেন।  মমতাকে জন্মবিদ্রোহী আখ্যা দিয়ে প্রণববাবু লিখেছেন,  ১৯৯২তে সাংগঠনিক নির্বাচন না করে পদাধিকারীদের মনোনয়নের সিদ্ধান্ত নেয় কংগ্রেস।  মমতা এই  সিদ্ধান্তের প্রতিবাদ করেন।  প্রণব বাবু লিখেছেন,  সেদিন আমি  প্রচণ্ড অপমানিত ও অসম্মানিত বোধ করেছিলাম।  কিন্তু, এটাও বুঝেছিলাম যে, মমতা আসলে জন্মবিদ্রোহী।  প্রণব বাবু তার বইতে এটাও লিখেছেন,  প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং যতটা জোট বাঁচাতে তৎপর ছিলেন ততটা ছিলেন না নীতি নির্ধারণে।  তিনি নরেন্দ্র মোদি ও মনমোহন সিংয়ের তুলনা টেনে মোদিকেই প্রচ্ছন্নভাবে এগিয়ে রেখেছেন এই লিখে,  যিনি দেশকে সার্বিক নেতৃত্ব দিতে পারেন তিনিই সফল প্রধানমন্ত্রী।                                প্রণব বাবুকে বলা হয় ভারতের না হওয়া প্রধানমন্ত্রী।  বইটির ছত্রে ছত্রে তার পরিচয় আছে।  বইটি পড়লেই বোঝা যায় তার সময়ে তিনি  যথার্থই ছিলেন ভারতীয় রাজনীতির চাণক্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status