প্রবাসীদের কথা

লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

জসিম উদ্দিন সরকার লেবানন থেকে

৪ জানুয়ারি ২০২১, সোমবার, ৯:১৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির ১১সদস বিশিষ্ট্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩রা জানুয়ারী রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নবনির্বাচিত যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের ভূইয়ার বাস ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান আহ্বায়ক আমীর হোসেন কলিম পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এর আগে গত ২০শে ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভায় ৩ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করেন সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও প্রধান উপদেষ্টা আব্দুল হালিম। আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- প্রধান আহবায়ক আমীর হোসেন কলিম, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক সদস্য কাউসার আহমেদ, মিজানুর রহমান, জাকির হোসেন জাকির, আবু বুক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম আইমান, আরমান হোসেন আমান, ওয়াসীম আকরাম ও মো. জসিম। সংবাদ সম্মেলনে প্রধান আহ্বায়ক আমীর হোসেন কলিম বলেন, আমাকে প্রধান আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে, আমি যুগ্ন আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে বসে পূর্নাঙ্গ কমিটি করেছি। কমিটিতে যারা এসেছেন তারা সবাই লেবানন বিএনপির নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তি। তিন মাসের জন্য আমরা দায়িত্বে এসেছি। আশা করি তিন মাসের মধ্যেই লেবাননে একটি যোগ্য ও শক্তিশালী কমিটি গঠন করতে পারব। তিনি লেবানন বিএনপির সকল নেতাকর্মীর সহযোগীত কামনা করেন। বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, এটাই সাভাবিক। তবে সংগঠনে নিয়ম মেনে তাদের চলতে হবে। তারা যে কোনো সময় দলে যোগ হতে পারবেন। আর বহিষ্কৃত নেতারা যদি তাদের ভুল বুঝতে পেরে দলের নিকট অনুতপ্ত হয়, দল তাদের বিষয়ে চিন্তা করবে। তবে অবশ্যই দল বিরুধী সকল অপকর্ম থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং দলের নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের ভূইয়া বলেন, গত ২০ ডিসেম্বর দলের সভাপতি নজরুল ইসলাম মজুমদারসহ দলের ঊর্ধতন কর্মকর্তাগন যে তিন সদস্যের আংশিক কমিটি দিয়ে ছিলেন, তার ধারাবাহিকতায় এই ১১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি। তবে দলের প্রয়োজনে আগামীতে সদস্য সংখ্য বাড়ানো হতে পরে। দলের প্রতি বা শাখা কমিটির প্রতি কোন দিক নির্দেশনা রয়েছে কিনা জানতে চাইলে আব্দুল কাদের ভূইয়া বলেন, আগামীতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বসে দলের আগামী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা তৈরি করবে। তবে অবশ্যই লেবানন বিএনপিকে ঢেলে সাজানো হবে বলেও তিনি যোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য বিদায় নেয়া সভাপতি নজরুল ইসলাম মজুমদার, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status