দেশ বিদেশ

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

কোর্ট রিপোর্টার

৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৯:২২ অপরাহ্ন

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন। এ ব্যাপারে আদালতের পেশকার মিজানূর রহমান বলেন, মামলার ঘটনার বিষয়ে তদন্ত করার জন্য পিবিআইকে এ তদন্ত করার নির্দেশ। আগামী ৩১শে জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। গত ২৯শে ডিসেম্বর ফুলবাড়িয়া সিটি মার্কেট ২, ব্লক-এ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সাঈদ খোকন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও মো. ওয়ালিদকে আসামি করা হয়েছে। বাদী তার মামলায় উল্লেখ করেন, সাঈদ খোকনসহ অন্য আসামিরা রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ ব্লকে নির্মিত নকশাবহির্ভূত স্থাপনাগুলো বৈধতা দেয়ার কথা বলে দোকান বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ করার হীন মানসে ষড়যন্ত্রমূলকভাবে সাধারণ ক্ষুদে ব্যবসায়ীদের নিকট থেকে ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫শ’ ৭৫ টাকা আত্মসাৎ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status