কলকাতা কথকতা
বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর নিষেধাজ্ঞা ওঠতেই ব্যবসায়ীদের তোড়জোড়
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১২-৩০
কলকাতার কোলে মার্কেটে পেঁয়াজের হোলসেল বাজারের সামনে ট্রাকগুলিতে লোডিং চলছিল। হোলসেল পেয়াঁজ মার্চেন্ট প্রাণকৃষ্ণ সাঁতরার মুখে হাসি। ১৪ই সেপ্টেম্বরের পর আবার পেঁয়াজ যাবে বাংলাদেশে। বললেন, বুঝলেন মশাই, বাংলাদেশ আমাদের বড় আর ভালো মার্কেট।
দেশে অভ্যন্তরীণ দাম আকাশ ছোঁয়ার পর ভারত কোনও খবর না দিয়েই ১৪ই সেপ্টেম্বর মাঝরাত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হচ্ছে ৩১শে ডিসেম্বর মাঝরাত থেকে। অর্থাৎ ১লা জানুয়ারি থেকে নিয়মিত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর আর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হয়। দুই সীমান্তেই এখন সাজ সাজ রব।
ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার পর বাংলাদেশ পেঁয়াজ আমদানি করছিল মিশর ও পাকিস্তান থেকে। কিন্তু ভারত থেকে আসা পেঁয়াজের থেকে তার পরিমাণ কম। ভারত সরকার পেঁয়াজের ওপর রপ্তানিতে সবুজ সংকেত দেয়ায় খুশি বাংলাদেশের ব্যবসায়ীরাও।
দেশে অভ্যন্তরীণ দাম আকাশ ছোঁয়ার পর ভারত কোনও খবর না দিয়েই ১৪ই সেপ্টেম্বর মাঝরাত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হচ্ছে ৩১শে ডিসেম্বর মাঝরাত থেকে। অর্থাৎ ১লা জানুয়ারি থেকে নিয়মিত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর আর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হয়। দুই সীমান্তেই এখন সাজ সাজ রব।
ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার পর বাংলাদেশ পেঁয়াজ আমদানি করছিল মিশর ও পাকিস্তান থেকে। কিন্তু ভারত থেকে আসা পেঁয়াজের থেকে তার পরিমাণ কম। ভারত সরকার পেঁয়াজের ওপর রপ্তানিতে সবুজ সংকেত দেয়ায় খুশি বাংলাদেশের ব্যবসায়ীরাও।