দেশ বিদেশ

রংপুরে ৬ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা অর্থদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ৮:৫৫ অপরাহ্ন

 রংপুরে পরিবেশ দূষণসহ নানা অনিয়মের অভিযোগে ৬ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে মিঠাপুকুর উপজেলার ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে এমএইচবি, এএফটি, আরডিএস, বিবিএ, এমটিএস ও এএসবি ইটভাটা পরিবেশ দূষণসহ নানা অনিয়ম করায় তাদেরকে অর্থদন্ড প্রদান করেন তিনি। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়। অভিযানে র‌্যাব-১৩, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ইটভাটার মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status