এক্সক্লুসিভ

প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’-এর প্রিমিয়ার আজ

স্টাফ রিপোর্টার

৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ৮:৪১ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খ্যাতনামা নির্মাতা কাওসার চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন সংস্কৃতিজন ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ম. হামিদ, গোলাম কুদ্দুছ, ফরিদুর রহমান ও চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ। ‘বধ্যভূমিতে একদিন’-এর উদ্বোধনী প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে যাচ্ছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং প্রমিতিপ্রভা শ্রুতিলোকন কেন্দ্রের  যৌথ আয়োজনে। ১৯৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ে দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর- রাজাকার, আলবদর, আল-শামস’রা বাংলাদেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, চার লাখেরও অধিক বাঙালি নারীকে নির্যাতন করেছে, দু’লাখ বাঙালি নারীকে ধর্ষণ করেছে, অগণিত মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রায় ২ কোটি মানুষকে দেশ ত্যাগে বাধ্য করেছে। পাশাপাশি- অনেক যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা। আর এ বিষয় ঘিরেই আবর্তিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status