দেশ বিদেশ

সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বললেন দুদকের নতুন সচিব

স্টাফ রিপোর্টার

২০২০-১২-২৯

কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন  দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য যোগ দেয়া সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সংস্থাটির মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কমিশনের শুদ্ধাচার ও নৈতিকতা  কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদক সচিব বলেন, কর্মকর্তাদের সুচিন্তিত, সুপরিকল্পিত বিরামহীন কর্ম প্রয়াসের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা বিকশিত করতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমেই প্রতিষ্ঠানটি জনআস্থার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। দুর্নীতি দমন ও প্রতিরোধে মানুষের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। আপনাদের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারিত রয়েছে। নির্দিষ্ট সময়ে নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে, তাদের বিরুদ্ধে অপ্রিয় সিদ্ধান্ত নেয়াই সমীচীন হবে বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, দুদকের কাজে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কার্যক্রম মনিটরিং ও দ্রুত করার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। দুদকের সকল সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সংক্রান্ত নথিসমূহ ইলেকট্রনিক নথিতে (ই-নথি) উপস্থাপনের নির্দেশনা দিয়ে দুদক সচিব বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অবশ্যই এ জাতীয় সকল নথিই-নথিতে উপস্থাপন করতে হবে। এর কোনো প্রকার ব্যত্যয় চলবে না। মানুষের মর্যাদাহানি হয় এমন কার্যক্রম করা যাবে না। মানুষের সামাজিক মর্যাদা রক্ষায় সকলকে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে দৃঢ় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্নীতি নিয়ন্ত্রণে আমরা সবাই সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। চিন্তাচেতনা ও মননে সর্বদাই দুর্নীতিবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক একেএম সোহেল-এর উপস্থাপনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মানিলন্ডারিং অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান, প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. জহির রায়হান,  তদন্ত অনুবিভাগের মহাপরিচালক মো. জাকির হোসেন, পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status