বিনোদন

আশা-নিরাশার বছর

এন আই বুলবুল

২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৯:০৭ অপরাহ্ন

চলতি বছরের শুরুটা ছোট পর্দার জন্য বেশ ভালো ছিল। কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে যায় মার্চে। বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ে। থমকে যায় চলমান চাকা। তারই ধারাবাহিকতায় বন্ধ হয় টিভি নাটকের শুটিংও। টানা ৭২ দিন বন্ধ ছিল ছোট পর্দার শুটিং। এরমধ্যে হারাতে হয়েছে টিভি নাটকের বেশ ক’জন গুণী ব্যক্তিকেও। তবে করোনা পরিস্থিতির মধ্যেও বছরের মাঝামাঝি সময় থেকে ব্যস্ত হয়ে ওঠেন ছোট পর্দার তারকারা। টিভি নাটকের বাইরে তাদের এবার অনেকেই কাজ করছেন ওটিটি প্ল্যাটফরমে। বিনোদনের নতুন মাধ্যমকে দর্শকরাও দারুণভাবে গ্রহণ করছেন। কিন্তু বাদ পড়েনি সমালোচনা। ক’জন তারকা শিল্পী ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্যে অভিনয়ের জন্য ব্যাপক বিতর্কের মুখে পড়েন। একইসঙ্গে বছরজুড়ে ঘটে তারকা শিল্পীদের বিয়ে ও বিচ্ছেদের একাধিক ঘটনা।

করোনায় ধস: লকডাউনের কারণে ২২শে মার্চ থেকে বন্ধ হয় টিভি নাটকের শুটিং। টানা ৭২ দিন শুটিং বন্ধ থাকায় এই সময়ে প্রতিদিন ছোট পর্দায় দেড় কোটি টাকার মতো লোকসান হয় বলে জানা যায়। অনেক শিল্পী আর্থিক ক্ষতির মুখে পড়ে পেশা বদল করতেও বাধ্য হন। কেউ কেউ ঢাকাও ছেড়েছেন। এখনো অনেক সিনিয়র শিল্পী নিয়মিত কাজ করছেন না। করোনা আতঙ্কে তারা ঘরবন্দি থাকছেন বেশির ভাগ সময়। এদিকে জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও তানজিন তিশাসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিতর্কিত যারা: চলতি বছর বেশ কয়েকজন তারকা বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েন। এরমধ্যে অন্যতম নাজিয়া হক অর্ষা। ‘বুমেরাং’ ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্যের জন্য এই অভিনেত্রী দারুণ সমালোচিত হন। একই ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্যের জন্য সমালোচিত হয়েছেন মৌটুসী বিশ্বাস, শ্যামল মাওলা, হিল্লোল ও ইমি। এ ছাড়া ‘সদরঘাটের টাইগার’ শীর্ষক ওয়েব সিরিজে আপত্তিকর সংলাপের জন্য সমালোচিত হন অভিনেত্রী অহনা। অভিনয়ের বাইরে বিতর্কের মুখে পড়েন অভিনেতা তৌসিফ আহমেদ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে করোনায় আক্রান্ত হওয়ার পোস্ট দিয়ে শুটিং করে সমালোচনার মুখে পড়েন তিনি।

বিচ্ছেদ: চলতি বছরে নাটক পাড়ায় দু’টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি হলো অভিনেতা অপূর্ব’র বিচ্ছেদ। গেল মে মাসের মাঝামাঝিতে দাম্পত্য জীবনের ৯ বছরের ইতি তিনি টানেন স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এদিকে অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের দুই বছরের মাথায় এসে বিচ্ছেদের পথে হাঁটেন। নভেম্বরের শেষের দিকে হারুন অর রশিদ অপুর সঙ্গে তার ডিভোর্সের খবর জানান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বিয়ে: জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের বিয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ তোলপাড় সৃষ্টি করে। অক্টোবরে ব্যবসায়ী রেজা আমিন সুমনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এটি তার তৃতীয় বিয়ে। ডিসেম্বরের ১০ তারিখ বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। তার বরের নাম সত্রাজিৎ দত্ত। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন অভিনেত্রী মুমতাহিনা টয়া ও অভিনেতা শাওন। অক্টোবরে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন অভিনেতা শ্যামল মাওলা। দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারকে বিয়ে করেন তিনি।

শিল্পীদের বাঁক-বদল: চলতি বছর ছোট পর্দার অনেক শিল্পী ঝুঁকেছেন ওটিটি প্ল্যাটফরমে। টিভি নাটক ও ইউটিউবের বাইরে এবার জনপ্রিয় তারকাদের অনেকে ‘হইচই’, ‘বিঞ্জ’সহ বিভিন্ন অ্যাপসের জন্য কাজ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, শ্যামল মাওলা, আশনা হাবিব ভাবনা, তানজিন তিশা, অর্ষা, মৌটুসী বিশ্বাস ও দীপা খন্দকার।

প্রশংসিত অনুষ্ঠান: করোনার এই ক্রান্তিলগ্নে টিভি চ্যানেলের বেশির ভাগ অনুষ্ঠান দর্শকদের টানতে পারেনি। ইউটিউব ও বিদেশি চ্যানেলনির্ভর ছিল দর্শকরা। তবে এরমধ্যে বাংলাদেশ টেলিভিশনে হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘ইত্যাদি’ তার নিজস্বতা ধরে রেখেছিল। সর্বশেষ প্রচারিত ‘ইত্যাদি’ও বেশ প্রশংসিত হয়। এ ছাড়া দর্শকের পছন্দের তালিকায় ছিল চ্যানেল আইয়ের কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচার শুরু হয় অনুষ্ঠানটির। এ ছাড়া ধারাবাহিক নাটকের মধ্যে এনটিভির ‘ফ্যামিলি ক্রাইসিস’ বেশ ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। এর বাইরে দীপ্ত টিভি’র ‘বকুলপুর’, এনটিভি’র ‘পরের মেয়ে’, বাংলাভিশনের ‘বিবাহ হবে’, চ্যানেল আইয়ের ‘আম্মা’, মাছরাঙা টেলিভিশনের ‘চাঁদ বিরিয়ানি’ ধারাবাহিকগুলো দর্শকরা পছন্দ করেছেন বেশ। এর বাইরে ধ্রুব টিভি’র ‘ব্যাচেলর পয়েন্ট’ ছিল বেশ আলোচিত। এদিকে ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরীর ‘তকদীর’ ওয়েব সিরিজ বেশ প্রশংসিত হয়েছে। এর বাইরে আফরান নিশো-মেহজাবিনের ‘তৃতীয়জন’, ‘চেনা অচেনা’, অপূর্ব-মেহজাবীনের ‘চাপাবাজ’ ও মোশাররফ করিম-মম’র ‘ধুলোর শহরে রক্তজবা’- শীর্ষক খণ্ড নাটকগুলো ছিল আলোচনায়।

চলে গেছেন যারা
চলতি বছর হারাতে হয়েছে এ অঙ্গনের বেশ ক’জন গুণী মানুষকে। যাদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। এরমধ্যে আছেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব আলী যাকের। ২৭শে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ৯ই সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান টিভি পর্দার দাপুটে অভিনেতা কে এস ফিরোজ। ২৩শে ডিসেম্বর একইদিনে মারা যান অভিনেতা সেলিম আহমেদ ও বরেণ্য নাট্যকার ও অভিনেতা মান্নান হিরা। গেল ২৬শে ডিসেম্বর মারা যান জনপ্রিয় অভিনেতা ‘বদি’ খ্যাত আব্দুল কাদের। গেল ৩১শে মে না ফেরার দেশে পাড়ি জমান এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status