এক্সক্লুসিভ

নদীর সীমানার মধ্যে কোনো সংস্থাকে জমি লিজ না দেয়ার সুপারিশ

সংসদ রিপোর্টার

২৮ ডিসেম্বর ২০২০, সোমবার, ৭:৫৯ অপরাহ্ন

নদীর সীমানার মধ্যে সরকারি বা বেসরকারি কোনো সংস্থাকে জমি লিজ (ইজারা) না দেয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজে সহযোগিতা করার জন্য হাইকোর্ট ডিভিশনে দায়েরকৃত এ সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নদী রক্ষা কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, শাজাহান খান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের আর্থিক ব্যয়ভার অবৈধ দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে আদায়ের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এ ছাড়া বিআইডব্লিউটিএ’র অনুমতি ছাড়া যত্রতত্র ড্রেজিং না করার সুপারিশ করা হয়। বৈঠকে রাজধানীর পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদীর তলদেশে জমাটবাঁধা পলিথিন অপসারণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গ্রেভ ড্রেজার সংগ্রহ করে জরুরিভিত্তিতে এ কার্যক্রম শুরু করার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে ৮টি বিভাগের ৬৪টি জেলার নদীগুলো সরজমিন পরিদর্শন করে কমিটিতে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status