বিনোদন

আলাপন

এখন সবাই তারকা হতে চায় -গাজী রাকায়েত

এন আই বুলবুল

২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ১০:৪৩ পূর্বাহ্ন

গুণী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। সাত বছর পর তার নির্মিত নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে এসেছেন। গতকাল মুক্তি পেয়েছে তার নির্মিত ও অভিনীত 'গোর' চলচ্চিত্রটি। এটি চট্টগ্রামে সিলভার ক্রীনে প্রদর্শন হচ্ছে। এর আগে একই নামে এই গল্প দিয়ে তিনি নাটক তৈরি করেছিলেন। ছবিটি একটি সিনেমা হলে মুক্তি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, নতুন বছরের শুরুতে ঢাকার যমুনা ব্লকবাস্টার ও সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। আমি ভালো হলগুলোতে আগে দেখতে চাই দর্শকের আগ্রহ কেমন। তারপর অন্য সিনেমা হলে মুক্তির বিষয়ে ভাববো। এই ছবিটি যুক্তরাষ্ট্রেও মুক্তির পরিকল্পনা আছে। টানা দুই মাস শুটিং করেছেন এই ছবির। এই সিনেমায় বিশেষ কী আছে? রাকায়েত উত্তরে বলেন, প্রথমবারের মতো দুই ভাষায় দেশীয় ছবি নির্মাণ করেছি। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে এই ছবির শুটিং করেছি। অনেক কঠিন ছিলো কাজটি। আন্তর্জাতিকভাবে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরার জন্য এই চ্যালেঞ্জ নিয়েছি। নিজের পরিচালিত ছবির বাইরে 'কাঠগড়ায় শরৎচন্দ্র ' শিরোনামের একটি ছবিতে রাকায়েত নাম ভূমিকায় অভিনয় করছেন। বাংলা চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা কী? এই পরিচালক বলেন, আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। না হলে এগিয়ে যেতে পারবো না। আমাদের গল্পের অভাব নেই। কিন্তু এসব গল্প নিয়ে কাজ করার জন্য অনেকে আগ্রহী হচ্ছে না। টিভি নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই শিল্পীর অভাব আছে বলে অনেকে বলে থাকেন। আপনি কী বলবেন? উত্তরে তিনি বলেন, কেউ একদিনে শিল্পী হয় না। অনেক ত্যাগ ও পরিশ্রম করতে হয় প্রকৃত শিল্পী হবার জন্য। এখন সবাই সহজে তারকা হতে চায়।  তবে এদের মধ্যে কেউ কেউ ভালো কাজ করছে সেটি বলতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status