শিক্ষাঙ্গন

ইবির নতুন প্রক্টর ড. জাহাঙ্গীর

ইবি প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। আগামী ১ বছরের জন্য তিনি সদ্য বিদায়ী প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, গত ২২শে ডিসেম্বর সদ্য বিদায়ী প্রক্টর  ড. পরেশ চন্দ্র বর্মণের মেয়াদ শেষ হয়। সেই প্রেক্ষিতে ২৩শে ডিসেম্বর থেকে আগামী ১ বছরের জন্য ড. জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেন ভিসি ড. শেখ অবদুস সালাম। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
ড. জাহাঙ্গীর হোসেন জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status