শিক্ষাঙ্গন

বশেমুরবিপ্রবিতে আপগ্রেডেশনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২০, বুধবার, ৮:৪২ অপরাহ্ন

প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশন, দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত আপগ্রেডেশন নিয়ে টালবাহানা এবং অহেতুক সময় ক্ষেপণের প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষকবৃন্দ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সম্মুখ গেটে ঘন্টাব্যাপী শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন করেন সাধারণ শিক্ষকবৃন্দ। পরে শিক্ষক লাউঞ্জে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রায় ১৫০ জন শিক্ষক অংশ নেয়। এসময় তারা শিক্ষকদের আপগ্রেডেশনের বিষয় সহ নানা জটিলতার কথা তুলে ধরেন। শিক্ষকরা বলেন, একসাথে ৩-৪ বছর ধরে ১৫০ জন শিক্ষকের পদোন্নতি কোথাও থেমে নেই। শিক্ষকদের স্থান ক্লাসরুমে, রাস্তায় নয়। কিন্তু আমরা আজ রাস্তায়। আমরা কোনো আমলাতান্ত্রিক জটিলতা চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক ভাবে আমাদের প্রোমোশন দেওয়া হোক।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান বলেন, শিক্ষকরা আজ সব থেকে অবহেলিত। বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আমরা অবহেলিত হতে চাই না। এমন কোনো আন্দোলনে আমরা যাবো না, যাতে এই বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়।
তিনি শিক্ষকদের দাবি আলোচনার মাধ্যমে মেনে নিয়ে ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২-৩ বছর বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ড হয়নি। যার কারণে শিক্ষকরা পদোন্নতি থেকে বঞ্চিত। এটা একটা বড় ধরনের সংকট। এই সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, উপাচার্যের সাথে আমরা প্রতি মাসে ২ বার করে দেখা করেছি। প্রত্যেকবারই তিনি আপগ্রেডেশনের বিষয়ে কমিটি গঠন করে সমাধান করবেন বলে আশ্বাস দেন। কিন্তু এখনো আমরা কোনো সমাধান পাইনি। যার কারণে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, আপগ্রেডেশনের বিষয়ে উপাচার্যের সাথে আলোচনা করেও কোনো সমাধান পাইনি। তিনি আরো বলেন, ২৭ থেকে ২৯ তারিখ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রতিদিন এক ঘন্টা করে আমরা অবস্থান কর্মসূচী করবো।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, শিক্ষক সমিতি কার্যকরী পরিষদের ২১ ডিসেম্বরের জরুরী সভায় ডিউ ডেট থেকে আপগ্রেডেশনের দাবিতে এবং আপগ্রেডেশন নিয়ে অহেতুক সময় ক্ষেপণের প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচী এবং আগামী ২৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে শহীদ মিনার পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status