রকমারি

গিরগিটি নয়, রঙ বদলায় একাধিক জীব, চিনে নিন তাদের

২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৫৩ অপরাহ্ন

গিরগিটির মতো রঙ বদলায়- এই প্রবাদ পৃথিবীর প্রায় প্রতিদেশেই প্রচলিত রয়েছে৷ তবে গিরিগিটি একাই এইরকম প্রাণী নয় যে রঙ বদলায়৷ অন্য প্রাণীকূলেও এই ধরণের রঙ বদলানো জীবের অস্তিত্ব পাওয়া যায়৷ যারা রঙ বদলাতে ওস্তাদ৷ শিকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে বা নিজের শিকার ধরতে এভাবেই এরা রঙ বদলায়৷


সি হর্স -সামুদ্রিক একটা প্রাণী যারা রঙ বদলাতে পারে৷ এরা শুধু ভয় পেলেই নয় নিজেদের ভাবনাচিন্তার সময়েও রঙ পরিবর্তন করে৷ এদের ক্রোমেটোফোর্স বলে একটি পদার্থ থাকে শরীরে৷ যার জন্য এরা বিভিন্ন ভাবে বিভিন্ন রঙে নিজেদের বদলে নিতে পারে৷ একেক সময় কয়েক সেকেন্ডে রঙ বদলায় অন্যদিকে সঙ্গীর সঙ্গে মিলনের সময় ধীরে ধীরে রঙ বদলায়৷



গোল্ডেন টরটোয়েজ বিটল একধরণের পতঙ্গ৷ যখন কোনও মানুষ একে স্পর্শ করতে চেষ্টা করে তখন এ রঙ বদলায়৷ ভয় পেয়ে এরা রঙ বদলে চারপাশারে জিনিসের কাছাকাছি রঙ নিয়ে নেয়৷ কখনও ফুলপাতা , কখনও আবার মাটি৷ এই পতঙ্গ নানা সুন্দর রঙের হলেও বিশেষ পরিস্থিতিতে উজ্জ্বল লাল রঙের হয়ে ়যায়


আরও সামুদ্রিক জীব রয়েছে যারা রঙ বদলায়৷ এরমধ্যে একটি হল মিমিক অক্টোপাস৷ প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে এদের দেখতে পাওয়া যায়- এরা খুবই বুদ্ধিমান হয়৷ এদের নরম স্কিনের কারণে এভাবে রঙ বদলাতে পারে৷



প্রশান্ত মহাসাগরীয় ট্রি ফ্রগও রঙ বদলায়৷ এটা উত্তর আমেরিকায় পাওয়া যায়৷ এদের পা খুব চটচটে৷ এরজন্য এরা সহজে একটি গাছঠ থেকে অন্য গাছে চলে যেতে পারে৷ এরা আশপাশে কোনও বিপদ বুঝলে দ্রুত রঙ বদলে নেয়৷ আশপাশের গাছের সঙ্গে একেবারে মিলে যায়৷ এর মরশুম অনুযায়িও রঙ বদলায়৷ গরমে পাতার সঙ্গে হলুদ হয়ে যায়৷ সাপ দেখলে এক ও দু মিনিটের মধ্যে রঙ বদলায় এরা৷


কাঁচের মতো শরীরের অধিকারী গ্লাস স্কিড৷ এদের শরীর এতটাই স্বচ্ছ্ব যে আলো ভেদ করে চলে যায়৷ আলাদা আলোয় এদের শরীর আলাদা আলাদা রঙ নেয়৷ সমুদ্র তল থেকে ২০০ থেকে ১০০০ মিটার গভীরতায় এরা থাকে৷ শিকারীদের থেকে বাঁচতে এই রঙ বদলায়৷


ফ্লাউন্ডার নামের মাছ রঙ বদলায়৷ এরা শরীর নয় নিজেদের চোখ দিয়ে রঙ বদলায়৷ নিজেদের এলাকায় এক রঙের হয়, এলাকা বদলালে তখন এরা আবার অন্য রঙ ধারণ করে৷ যে জায়গায় যায় সেখানের রঙ চোখ দিয়ে ধরে এরা বদলে নেয়৷ এরপর নিজেদের গায়ের রঙ সেটা করে দেয়৷


মঙ্কফিশ সমুদ্রতলে একদম চিপকে থাকে৷ সে সময় তাকে সমুদ্রতল বলেই মনে হয়৷ এদের ত্বকেও এরকম দেখতে হয়৷ মাছ একে পতঙ্গ ভেবে এর দিকে গেলেই তাদের মঙ্কফিশ তাদের খেয়ে নেয়৷


সূত্র- নিউজ ১৮
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status