শিক্ষাঙ্গন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৫:২৫ অপরাহ্ন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১শে ডিসেম্বর ১১টায় বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার, প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদ এর সহযোগী অধ্যাপক এবং  আই কিউ এ সি
অতিরিক্ত পরিচালক  মোঃ লুৎফর রহমান।

আলোচনায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, ভূখন্ড , সংবিধান ও মানচিত্র। সেই সাথে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা  পালন করার আহবান জানানো হয়। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শেষভাগে আইএসইউ এর শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status